সংবিধানে ভারত যুক্তরাষ্ট্র সেখানে এক দেশ এক নির্বাচন করতে হলে গণপরিষদের মতামত জরুরী

লেখক
প্রভাত খাঁ

এখনো অনেক প্রবীন নাগরিকগণ জীবিত আছেন যারা প্রথম থেকেই সেই ইংরেজের দেওয়া দলতন্ত্রী দল সাম্প্রদায়িকতার ভিত্তিতে ঘটিত শাসন ব্যবস্থায় যেটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃত সেই ভারতযুক্তরাষ্ট্রে নির্বাচনে অংশ নিয়ে চলেছেন৷ এবারেই দেখা যাক লোকসভা নির্বাচনে গত ২০২৪ কেন্দ্রের যে বোট হয়েছে তার কতজন নাগরিক বোট দিয়েছেন তাঁরই হিসাব৷ জানা গেল নির্বাচন কমিশনের ঘোষিত সংবাদ৷ ৬৪কোটি ৬৪ লক্ষ বোট গ্রহণ করা হয়েছে৷ এই নির্বাচনে বেশ কিছুটা একেবারে তরুণ তরুণী বোটার হন যাঁদের বয় ১৭ বছর৷ বোটার বাড়ে তার কারণটা খুবই স্পষ্ট! অদ্যাবধি বোটারদের বয়স কমানো হয়েছে আগে ছিল একটি যুক্তিপূর্ণ ন্যায় সংগত বয়স সেই ২১ বছর৷ কিন্তু দলতন্ত্রী শাসকগণ এর পর বয়স ১৮ করেন বোটার হতে৷ তারপর বর্তমান এতে যাঁরা শাসনে তারা করেন ১৭তে বোটার৷ এক একটি কারণ গদীতে যাতে বসা যায় অপ্রিয় কারণটা হলো দলতন্ত্রের দলীয় শাসকগণ প্রকৃত জনমতকে অর্থাৎ নির্বাচনকে খুবই ভয় পায়৷ তারা মনে প্রাণে জানেন ও বোঝেন শাসনে গিয়ে তাঁরা কতটা জনগণকে সেবা দান করেন! আসনে পুঁজিপতি নিয়ন্ত্রিত সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে শাসন চালাতে গিয়ে সেই সিংহভাগ অতি সাধারণ দরিদ্র জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নানাভাবে করের বোঝা বাড়িয়ে ও বঞ্চিত করে দলতান্ত্রিক শাসন চালাতে ব্যস্ত থাকেন! নামে গণতন্ত্র বাস্তবে সেই দলতন্ত্র দলে দলে খেয়োখেয়ী ও লাঠি লাঠি! বলতে বাধ্য হচ্ছি যে দলতন্ত্র কখনোই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে না৷

একটি গুরত্বপূর্ণ কথা মনে রাখতে হবে গণতন্ত্রে মোট প্রদত্ত বোটের সিংহভাগ জয়ী প্রার্থীকে পেতে হয়৷ বোট দানটা দেখা যায় অনেক স্থানেই বোটারদের ৫১শতাংশ বোটার বোটই দেন না! তাই গণতন্ত্রের শাসন বলে প্রচারিত সেখানে সেই গণতন্ত্র মতাবেক বোটটা হলো কি করে! দলতন্ত্রে তাই দলবাজি টাই বড়ো!

লোককে বিশেষ করে বোটারদের ভোলাতে অনেক কিছু করা হয় ইচ্ছাকৃতভাবে শাসকদের দ্বারাই! যেমন দলতন্ত্রী সরকার ফায়দা করতে পারে না হেরে যায় বার বার সেখানে দেখা যায় হঠাৎ সেখানকার অনেক পরিবারের যাঁরা সঠিক বোটার তাঁদের নাম বোটার লিষ্ট থেকে বাদ পড়ে৷ এর কারণটা কি? আবার বোট দিতে আসা বোটারদের পাড়ায় শাসকদলের সমর্থকগণ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায় যার ফলে তাঁরা বোট দিতে আসতে পারেন না৷ নানা ধরণের অত্যাচার হয়৷ এমনকি এই কেন্দ্র সরকারই বিরোধী দলের রাজ্য সরকারগুলিকে সাংবিধানিক প্রাপ্য অনুদান ছল বল কৌশলে বছরের পর আটকে রাখে যাতে জনগণ সরকারী অনুদানে সেবা না পেয়ে যাতে রাজ্য শাসক দলের উপর ক্ষুব্ধ হয়৷ সেই রাজ্য সরকারগুলো যাতে বোটে জিততে না পারে৷ বোটে কারচুপি, বোট কেন্দ্রে হানাহানি ইত্যাদি হয়৷ এটা কোন ধরনের নির্বাচন? গণতন্ত্রে তো--- সরকার জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য৷ কই সেইটার ব্যাপক প্রতিফলন কোথায় বিরাট ভারত যুক্তরাষ্ট্রে?

তাই বলতে বাধ্য হচ্ছি গণতন্ত্র তখনই সার্থক যেখানে উদার মানসিকতা সম্মন্ন সুশিক্ষিত জনদরদী দেশ সেবকগণ শাসনে এসে সার্বিক জনসেবা দান করেন, কিন্তু এটার আজ বড়ই অভাব৷ কিন্তু দলতান্ত্রিক শাসনে জনগণের সঙ্গে ধাপ্পা আর মিথ্যাচারিতা! কিছু ধনী ব্যষ্টির দল ছল বল কৌশলে শাসনে থেকে শোষণ করে চলেছে সিংহভাগ দরিদ্র নাগরিকদেরই৷ দলতন্ত্রটাই দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে৷ প্রথম দিকে কিছুটা ভালো ছিল, আজ এই ব্যবস্থাটা গরিবদের কাছে অভিশাপ! তাই সমবেত নাগরিকদের প্রধান কাজ হবে সৎনীতিবাদী, মানবতাবাদীদের বোটে দাঁড় করিয়ে কল্যাণমুখী সরকার তৈরী করা৷ এবার আবার বলতে বাধ্য হচ্ছি একটি গুরুত্বপূর্ণ কথা এই বোটকে মোদিজী বড়ই ভয় পান তাই আবার সেই এক দেশ এক নির্বাচন (বোট) বলে ঢেকুর তুলছেন৷ তিনি জানেন এটা বাস্তবায়ন করা সারা ভারতের যুক্তরাষ্ট্রের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সম্ভব নয়৷ তবু এক গুঁয়েমী করে চলেছে অথচ ২/৩ অংশ জন সমর্থন নেই৷ তাই যেটা করছেন যেটা গণতন্ত্রের তীব্র পরিপন্থী! জনগণ অধিকার সঙ্কুচিত করে তিনি ভারতের যুক্তরাষ্ট্রের এক স্বৈরাচারী শাসক হয়ে বিখ্যাত হতে চান৷ এটা কিন্তু সেই জনগণের কল্যাণময় সেই পরমপিতা কখনোই চান না৷ তাই আশা করি তিনি কিছুটা সংযত হয়ে দেশের সেবা করার দিকে মন দিন এটা প্রার্থনা করি৷ শুভবুদ্ধির উদয় হোক৷ আমজনতাকে কিছুটা সেবা দিন৷