শুভ ভাবনা

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত  

 করোনা হ'রে নেয় প্রাণ
দেশে দেশে মৃত্যুপরী
ডাক্তার নার্স অসহায়
লেগেছে শবের ভীড়
কালোদিন একি পৃথিবীর?

আম্ফান নেভালো আলো
নেবে এলো ঘনঘোর যত
তান্ডব চলে চারিধারে    

আতঙ্কে কাটে দিন রাত
কালো দিন একি পৃথিবীর?

চেতনা জাগালো প্রাণে
খেয়াল খুশী চলেনা আর
আছে কেহ দেখার সবে
বিধাতার  একি রুদ্ররোষ
মলিনতা সরাতে পৃথ্বীর  ।

আকাশে বিদ্যুত চমকে
করোনা কামড় বসায়
কামান গর্জে উঠে
পানীয়ের হাহাকার সবে
ঝড়ে অশ্রু এ পৃথিবীর ।

ছন্দিত হোক এ ধরা
নন্দিত হোক সব প্রাণ
বিধাতা সেই বুঝি চান
আসে ওই তাঁর আহ্বান
নবরূপ একি পৃথিবীর!