তেজস্বী নটরাজ

লেখক
সুপর্ণা মজুমদার

পিনাকেতে আজি লাগিল টঙ্কার

ডমরু উঠিল বাজি,

ত্রিলোচন তাঁর খুলিয়া গিয়াছে

ভৈরব উঠিল নাচি৷

রুদ্র তেজে নাচিছে ভৈরব

ত্রিলোক কাঁপিয়া উঠিল,

স্ফুলিঙ্গ গিয়াছে খুলিয়া

আর উল্কা ছুটিয়া আসিল৷

ত্রিলোচন হতে আসে কোপানল

জটাজুট গিয়াছে খুলিয়া,

পৌরুষ-দীপ্ত তাণ্ডব নৃত্যে

প্রলয় এসেছে নামিয়া৷

রুদ্র, তব কলেবর হতে

খসিয়াছে রুদ্রাক্ষ মালা,

প্রচণ্ড তেজে সংহারে লিপ্ত

এ কি বিচিত্র তব লীলা!

তেজ দীপ্ত হইলে শংকর

ব্যাঘ্রাম্বর নটরাজ,

কোমল কুসুম ধরিল আজি

বজ্রকঠোর সাজ৷