লেখক
কৌশিক খাটুয়া
তুমি যা দেখাও
তাই আমি দেখি,
তুমি যা ভাবাও
তাতে নাই কোনো ফাঁকি৷
কুসুম কাননে সুবাস বিলাও
হৃদয় কাব্য ছন্দ মিলাও
তোমার কৃপায় যা মিলে,
তাতেই তুষ্ট থাকি৷
যা পেয়েছি তাহা অনন্য,
কিছুতো নাই বাকি৷
হে চির নির্মল---
মালিন্য হতে রেখেছ তফাতে
নিত্য কিরণে ঝলমল,
অহঙ্কারের উত্তরীয় ভেদি
প্রণতঃ চরণে শতদল৷
কল্যাণকামী হে প্রবুদ্ধ---
দেখাও রাতুল চরণতল৷
যে শ্রীচরণ ধৌতকরণে
থাক্ ভক্তিপূর্ণ অশ্রুজল৷
যদি হই জাত পঙ্কে---
তুলে নিও তব অঙ্কে
পঙ্ক বিহনে পঙ্কজ গুণে
স্মিত সুরভিত গন্ধে,
মন্দ্রিত হব নন্দিত হব৷৷
- Log in to post comments