তুমি এসেছ অবণীতে

লেখক
সুকুমার রায়

প্রাণনাথ তুমি এসেছ অবণীতে

আলোর ধারায় আধারের ব্যথা সরাতে

ত্রিলোকবিহারী আছ সগুণ নির্গুণে

মোহন বাঁশীর সুরে খেলিছ ভূূবনে

তোমারী রসাবেশে ভাসলে হৃদয় সারা

বিশ্বভূবন মুগ্দ পেয়ে সে করুণধারা৷

তুমি আছ মোর হিয়ার মাঝে

বাজাও বীণাপ্রীতির সাজে

বিশ্বজুড়ে আছ অণুপরমাণুতে

দয়াল তোমায় পারি না ধরিতে

নিশিদিন তোমার চরণ আশে

তোমারী স্বর সে যাইগো ভেসে৷