উমানিবাস গার্লস হোমে সেনকো গোল্ডের উদ্যোগ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে জুন ২০২২ ‘‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ড’’ কলকাতা জুয়েলারী কোম্পানির দুজন প্রতিনিধি আনন্দনগর উমানিবাস গার্লস হোমের সি.এস.আর প্রোজেক্ট রিভিউর জন্যে আসেন৷ হোমের মেয়েদের সঙ্গে কথা বলেন তাদের পাঁচ বছরের ভবিষ্যত পরিকল্পনা, বর্তমান যে পরিবেশে ওরা রয়েছে এ সম্বন্ধে লিখতে বলা হয়৷ শ্রেণী অনুযায়ী তিনটি গ্রুপ করা হয়৷ প্রত্যেক গ্রুপের নামকরণ, গ্রুপ লিডার ওরা নিজেরাই ঠিক করে৷ ১ম থেকে ৪থ শ্রেণী পর্যন্ত গ্রুপের নামকরণ, গ্রুপ লিডার ওরা নিজেরাই ঠিক করে৷ ১ম থেকে ৪থ শ্রেণী পর্যন্ত গ্রুপের নামকরণ করে অঞ্জলী,৮ম শ্রেণীর গ্রুপের নামকরণ করে স্পন্দন, সিনিয়র যারা কলেজে পড়ে তাদের গ্রুপের নামকরণ করে পুষ্পাঞ্জলি৷ গ্রুপ লিডার গ্রুপের প্রত্যেকের মতামত নিয়ে বক্তব্য রাখে৷ হোমের প্রত্যেককে একটি করে ব্যাক ব্যাগ, কলম ও খাতা গিফট দেওয়া হয়৷