আন্তর্র্জতিক নববর্ষে নোতুন পথের দিশা
কালের প্রবাহ বয়ে চলেছে অনাদি কাল থেকে অনন্তকাল৷ আর সেই কালপ্রবাহের একটা খন্ড অংশে আমাদের জীবন৷ এও বয়ে যায় কাল প্রবাহের ছন্দে৷ একটা জাতি, দেশ বা সমগ্র মানবজাতির ইতিহাসও এই একই ভাবেই বয়ে চলে কালের প্রবাহের সঙ্গে৷ এই ইতিহাসকেও গড়ে তুলি আমরাই--- সামূহিকভাবে৷
কালপ্রবাহ অখন্ড হলেও চলার পথে আমরা এই কালপ্রবাহকে খণ্ড খণ্ড করে বৎসর,মাস, দিন ইত্যাদিতে বিভক্ত করেছি৷ কারণ সব গতিই উহ-আবোহাত্মক, অগতি-অগতির বা সংকোচ বিকাশাত্মক তরঙ্গায়িত পথ বেয়ে এগিয়ে চলে৷ তাই দিনের চলার পর রাতের বিশ্রাম, আবার নোতুন উদ্যম নিয়ে পথ চলা৷
- Read more about আন্তর্র্জতিক নববর্ষে নোতুন পথের দিশা
- Log in to post comments