লেখক
কল্যাণী ঘোষ
তাল তমালের বনের ধারে
আমার কুঁড়েঘর৷
সেখানেই থাকি আমি
নইতো যাযাবর৷
পথিকের আনাগোনা
দেখি দু’চোখ মেলে
কেউ আসেনা আমার কাছে
যায় যে অবহেলে৷
মন বলছে আসবে ‘তুমি’
আমার কাছটিতে৷
নয়ন মুদে বসে আছি
আসনখানি পেতে৷
মালা গেঁথে অপেক্ষা
করবো ‘তোমায়’ বরণ৷
নয়ন জলে ধোওয়াবো
‘তোমার’ রাতুল চরণ৷
ভক্তি অর্ঘ্য দিয়ে ‘তোমায়’
করবো আত্মসমর্পণ৷
থেকো ‘তুমি’ আমার সাথে
দিবারাতি অনুক্ষণ৷৷
- Log in to post comments