ভারতের সাধারণতন্ত্রের ৬৮-তম বর্ষ পূর্ত্তিতে দেশের ৭৩%সম্পদ ১% ধনকুবেরের কুক্ষিগত
ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের শাসন থেকে মুক্ত হ’ল ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট৷ এরপর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী নিজস্ব সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকরী করে ভারতে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্রের প্রতিষ্ঠা করা হ’ল বলে ঘোষণা করা হয়৷ প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র মানে জনসাধারণের শাসন ব্যবস্থা৷ তা অবশ্য জনসাধারণের স্বার্থে হবে৷ গণতন্ত্রেরও মূল ভাবখানা হ‘ল জনগণের স্বার্থসিদ্ধির জন্যে যে শাসন ব্যবস্থা৷ কিন্তু স্বাধীনতার ৭১ বছর পরে ও সাধারণতন্ত্র প্রতিষ্ঠার ৬৮ বছর পরে সমীক্ষায় আজ যা উঠে আসছে তাতে চোখে চারিদিকে সর্ষে ফুল দেখার মত অবস্থা!