নয় জন মহিলা পকেটমার গ্রেফতার
একটি ধর্মীয় উৎসবের সময় ভক্তদের সঙ্গে মিশে গিয়ে তাদের ব্যাগ থেকে মোবাইল, মানি ব্যাগ চুরির সময় হাতে-নাতে ধরা পড়ল ন’জন মহিলা পকেটমার৷ জানা যায়--ব্যাণ্ডেল, চন্দননগর, মেদিনীপুর প্রভৃতি স্থানে এদের বাড়ী৷
একটি ধর্মীয় উৎসবের সময় ভক্তদের সঙ্গে মিশে গিয়ে তাদের ব্যাগ থেকে মোবাইল, মানি ব্যাগ চুরির সময় হাতে-নাতে ধরা পড়ল ন’জন মহিলা পকেটমার৷ জানা যায়--ব্যাণ্ডেল, চন্দননগর, মেদিনীপুর প্রভৃতি স্থানে এদের বাড়ী৷
কয়েকদিন পূর্বে বেলঘরিয়ায় ট্রেন লাইনে স্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় দুই বন্ধুর৷
এবার ঘটনাটি ঘটল গত ২৬শে ফেব্রুয়ারী৷ কানে ইয়ারফোন, হাতে মোবাইল নিয়ে একদল বন্ধু ট্রেন লাইন ধরে হাঁটছিল৷ বয়স ১৪ থেকে ২৬ বছর৷ এ অবস্থায় ট্রেন হর্ন দিলেও তারা শুণতে পায়নি৷ ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়৷ দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ তার মধ্যেও একজনের মৃত্যু হয়৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরিপুর জেলার পিলখুয়া স্টেশনের কাছে৷
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রেললাইন অবরোধ করে৷ অভিযোগ, এই জায়গায় কোনও আলো নেই৷ তাই এখানে রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা ঘটে৷
খবরে প্রকাশিত হয়েছিল গত ২৫শে ফেব্রুয়ারী দুবাইয়ের হোটেলে বাথরুমের বাথটবে স্নান করার সময়ে হঠাৎই অভিনেত্রী শ্রীদেবী হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ কিন্তু পরে পুলিশী তদন্তের পর তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে৷ বাথরুমের জলে ডুবে আর শ্রীদেবী উঠতে পারেননি৷ ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী শ্রীদেবীর রক্তে অ্যালকোহল পাওয়া গেছে৷ তাই মদ্যপানে বেসামাল হয়েই তাঁর মর্মান্তিক পরিণতি হয়েছিল কিনা এ নিয়ে পুলিশ ধন্দে আছে৷ আবার ফরেনসিক রিপোর্টে তাঁর মাথায় গভীর ক্ষতও দেখা গেছে৷ তাহলে কী তাঁকে কেউ আঘাত করেছিল৷ আর সেই সময় ওই রুমে ছিল কেবল তাঁর স্বামী বনি কাপুর৷ তাই সন্দেহের তির তাঁর স্বামীর দিকেও৷<
আনন্দনগরে বাবারস্মৃতি সৌধের নিকটে নদীতে চেক ড্যাম
হুগলী জেলা
৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তন
নিজস্বসংবাদদাতা, আরামবাগ ঃ গত ১৮ই ফেব্রুয়ারী আরামবাগের রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বৃন্দাবন মন্ডলের বাড়ীতে ৩ ঘন্টা ব্যাপী ‘বাবা নাম র্কেলম্’ অখন্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে সাধনা, গুরুপূজার পর মানব ধর্ম ও কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত ও ব্রহ্মচারিনী অনিন্দ্যা আচার্যা অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত নারায়ণ সেবায় দুই শতাধিক ভক্তকে প্রসাদ দিয়ে আপ্যায়িত করা হয়৷
গত ২৫শে ফেব্রুয়ারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় করে টিম ইন্ডিয়া ও তার সাথে সাথে টেস্ট ম্যাচের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার খেতাবও লাভ করে৷ টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষস্থান বজায় রাখার জন্য আইসিসি-এর পক্ষ থেকে টেস্ট চ্যাম্পিয়্যানশিপ-এ স্মারক দন্ড দিয়ে সম্মানিত করা হয় টিম ইন্ডিয়া৷ কেপ টাউনে তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিনই ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির হাতে এই স্মার
কানাডার টেনিস তারকা ইউজেনি বুশার্ড মার্কিন টেনিস সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা জেতার পরে তিনি বিরাট ক্ষতিপূরণের দাবি করেন৷ ব্রুকলিন আদালত এই মামলার রায় দিতে গিয়ে বলেছেন এই ঘটনায় ৭৫ শতাংশ দায় টেনিস সংস্থার৷ গত তন বছর আগে লকার রুমে বুশার্ড পরে গিয়ে তাঁর মাথায় চোট পান৷ আবার ম্যাচ খেলে আসার পরে ফিজিও থেরাপিরুমে পরে যান তিনি৷ ঘরের মেঝে পরিস্কার করার জন্য কিছু ঢালা ছিল ঘরের মেঝেতে৷ কিন্তু তখন কোন ইউএসটিএ-র কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন না৷
ভারতের মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় গিয়ে টি-২০ সিরিজ জিতল ৩-১ ব্যবধানে৷ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫৪ রানে হেলায় হারায় ভারতের মেয়েরা৷ প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৬৬ রান করে৷ মিতালী রাজ ও জেনাইনা রডরিগেজ তৃতীয় উইকেটে ১১.৩ ওভার ব্যাট করে ৯৮ রান ঝোড়ো ইনিংস খেলেন৷ মিতালী করেন ৫০ বলে ৬২ রান৷ আর জেনাইনার সংগ্রহ ৩৪ বলে ৪৪ রান৷ মিতালীর থেকে জেনাইনা বয়সে অনেক ছোট৷ প্রবীণ ও নবীনের এই দ্বৈরথ
‘‘এক এব সুহৃদ্ধর্ম নিধনেহপ্যনুযাতি যঃ’’৷ ধর্মই তোমার একমাত্র সুহৃদ্ (এক ধরণের বন্ধু যা মৃত্যুর পরেও মানুষের সঙ্গে থেকে যায়)৷ সংস্কৃতে ‘বন্ধু’ শব্দের কয়েকটিই প্রতিশব্দ রয়েছে৷
‘‘অত্যাগসহনো বন্ধুঃ সদৈবানুমতঃ সুহৃদ্৷
একক্রিয়ং ভবেন্মিত্রং সমপ্রাণাঃ সখা স্মৃতঃ৷৷’’
‘‘অত্যাগসহনো বন্ধুঃ’’৷ যে বিচ্ছেদ–বেদনা সহ্য করতে পারে না সে–ই বন্ধু৷ যার সঙ্গে তোমার ভালবাসার সম্পর্ক এতই দৃঢ় যে তোমার বিচ্ছেদ তার কাছে অসহনীয় বলে মনে হচ্ছে তাকেই বলব বন্ধু৷ পারস্পরিক স্নেহ–ভালবাসার এই বন্ধন এতই দৃঢ় যে সে তোমার কাছ থেকে দূরে থাকতে পারে না–তোমার সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারে না৷
গণতন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, ‘জনগণের দ্বারা, জনগণের জন্যে, জনগণের সরকার’৷ কিন্তু বাস্তবক্ষেত্রে গণতন্ত্র হ’ল ‘মবোক্রেসী’, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নিয়ন্ত্রিত হয় ‘মব–সাইকোলজি’(জনতা–মনস্তত্ত্ব)–র দ্বারা৷
যদি গণতান্ত্রিক ব্যবস্থাতে প্রগতিশীল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তবেই গণতন্ত্র সার্থক হবে, নচেৎ জনগণের দ্বারা, জনগণের জন্যে, জনগণের শাসনের মানে দাঁড়াবে ‘বোকার দ্বারা, বোকার জন্যে, বোকার শাসন’*৷