ভয়াবহ জল সংকট আসছে
ভারতের ‘কেন্দ্রীয় নীতি আয়োগ’ কমিটি থেকে দেশের ভয়াবহ জলসংকটের ওপর একটি রিপোর্টে বলা হচ্ছে, বর্তমানে দেশের ৬০ কোটি মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না৷ পরিশ্রুত জল না পেয়ে প্রতি বছর ২ লক্ষ মানুষ মারা যাচ্ছে৷ আর ২০৩০ সালে দেশের এই জলসংকট ভয়াবহ রূপ নেবে৷
এই রিপোর্টে আরও বলা হচ্ছে, দেশের ২১টি বড় শহরে ভূগর্ভস্থ জলের স্তর খুব কমে আসছে৷ ২০৩০ সালে তা মারাত্মক পর্যায়ে এসে পৌঁছবে৷
যেভাবে গভীর নলকূপ খনন করে ভূগর্ভস্থ জল ব্যবহার করা হচ্ছে, চাষের জন্যেও যেভাবে ব্যাপকভাবে মাটির নীচের জল তুলে নেওয়া হচ্ছে, তাতে জলাভাবে মানুষ, গাছপালা সবকিছুই ধবংসের দিকে এগিয়ে যাচ্ছে৷