সোশ্যাল মিডিয়ার ভালো-মন্দ
এর আগে এই শিরোণামায় একটি প্রবন্ধ লিখেছিলুম৷ কিন্তু সেটা ছিল আংশিক৷ তার পর পুরোটা লেখা হয়ে ওঠেনি৷ তাই এবার পরিবর্তিত আকারে এই বিষয়ের ওপর আবার লিখছি৷ আগে লিখেছিলুম--- প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া নামক একটি নোতুন জগতের সাথে আমাদের পরিচিতি ঘটেছে৷ এক বিংশ শতাব্দীর সূচনা লগ্ণ থেকেই সোশ্যাল মিডিয়ার পথ চলা শুরু৷ বর্তমান সময়ে এর প্রভাব ও বিস্তার উপেক্ষা করার মতো নয়৷ আট থেকে আশি সকলের কাছেই সমাদর লাভ করেছে সোস্যার মিডিয়া পরিবারের সদস্যবৃন্দ যেমন--- ফেসবুক , হোয়াটস আপ, টুইট্যার, ইন্সটাগ্রাম ইত্যাদি ৷
- Read more about সোশ্যাল মিডিয়ার ভালো-মন্দ
- Log in to post comments