লেখক
আচার্য নিত্যসত্যানন্দ অবধূত
এই সেই দিন এই সেই দিন
একুশে ফেব্রুয়ারী এই সেই দিন,
ভাষা-শহীদের রক্তে রঙীন
আতাউর, সফিউর, রফিক, সালাম
বরকত, জববর, সালাউদ্দিন---
ভাষা-শহীদের রক্তে রঙীন৷৷
বাঙলা ও বাঙালীর প্রাণের আশা
আমার মায়ের ভাষা বাংলা ভাষা৷
সইব না সইব না এ অপমান---
প্রতিবাদে কত ভাই দিল তাজা প্রাণ৷৷
রাঢ়ের চাণ্ডিলের মাটির ’পরে
লক্ষ্মণ মাহাতোর রক্ত ঝরে৷
করিমগঞ্জ আর দূর শিলচর
ভাষা-শহীদের কথা স্মরণ করে৷৷
ভুলিনি, ভুলবো না তোমাদের দান
এ পারের ও পারের ভাই-ভাইজান৷
আজও ধমনীতে বাজে তোমাদের বীন
বাংলা মায়ের মোরা শুধবোই ঋণ৷৷
- Log in to post comments