‘‘ওদের পৃথিবী’’

লেখক
শিবাশীষ সেনগুপ্ত

আমার কবিতা ছাপলে কি ভাবো

সূর্যে তেজ কমে যাবে?

আমার কবিতা ছাপলে কি ভাবো

সমাজের রং বদলে যাবে?

আমার কবিতা ছাপলে কি ভাবো

মৃত মানুষেরা  প্রাণ ফিরে পাবে

মানবতাহীন স্বার্থদ্বন্দ্ব দেখে

এত ভয় তুমি পাবে তুমি না কখনো

লাশকাটা ঘরে শুয়ে থেকে

ওদের কীর্তি না লেখাই ভালো

নিলর্জ্জের  হবে পরিপাটি---

ওরা যেন ভাবে ওদের মুঠোয়

এই পৃথিবীর চাবিকাটি

স্বার্থলুব্ধ বৈশ্য আদর্শ মাতো

নিক্তিতে ন বিশ্বকে ---

শুষে নিতে চায় এক গণ্ডুষে

অগণ্য আর্ত ও নিঃস্বকে

আমার কবিতা ছাপলেও ওরা

পড়বে নাকো কোন দিন

স্বার্থের জগতে জন্ম ওদের

স্বার্থকেই ওরা চেনে৷