দরিদ্রতম গণতান্ত্রিক দেশে নির্বাচনে জয়লাভে লক্ষ লক্ষ টাকা মাঠ ভরাট এতে খরচটা কী সরকারের প্রশাসনিক ব্যর্থতা নয়?
১৩০ কোটি মানুষের বিরাট দেশ ভারত,বর্তমানে সেখানে চলছে বহুদলীয় শাসন ব্যবস্থায়গণতন্ত্রে নামে জঘন্য, দলতন্ত্র যা দেশবাসীর নাভিশ্বাস তুলছে৷ গত ১৯৪৭ সাল থেকে ইংরেজের বিদেশী শাসনের অবসানের পর এদেশের রাজনৈতিক নেতারা হাল ধরেছেন৷ দেশে সাধারণ তন্ত্রের শাসন শুরু হয় ২৬শে জানুয়ারী ১৯৫০ সাল থেকে৷ বর্তমানে সারা ভারতের জাতীয় দল বলতে যা বোঝায় তার অস্তিত্ব প্রায় নেই বল্লেই চলে৷ সর্বভারতীয় দলগুলি তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে৷ বাকি দলগুলির অনেকগুলি আঞ্চলিক দল বা জাতীয় দল ভেঙ্গে গড়ে ওঠা ছোট ছোট দল৷ আর জাতীয় দল হিসাবে অস্তিত্ব বজায় রেখেছে, জাতীয় কংগ্রেস আর বিজেপি৷