একুশেফেব্রুয়ারী দিনটি বাঙালীর কাছে গর্বের দিন
আশাকরি পাঠকবৃন্দ দিনটির তাৎপর্য সম্পর্কে অবগত আছেন, তথাপি নবীন প্রজন্মের যাদের বিষয়টি সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য ঘটনাটি সংক্ষেপে বলি-১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ঊর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে বর্তমান বাঙলাদেশের পাঁচ তরুণ ছাত্র (রফিক, বরকত, আব্দুল জববর, সালাউদ্দিন ও আতায়ূর রহমান) প্রাণ দিয়েছিলেন৷ তাঁরাই প্রথম জগৎবাসীকে মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে জীবন বিসর্জন দিতে হলেও পিছু না হাটার শিক্ষা দিয়েছিলেন৷ সেই বীর আত্মবলিদানকারী অমর ৫ ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি৷
- Read more about একুশেফেব্রুয়ারী দিনটি বাঙালীর কাছে গর্বের দিন
- Log in to post comments