কোলকাতা-আনন্দনগরে বসন্তোৎসব
২৮শে মার্চ কলিকাতা কেন্দ্রীয় আশ্রমে ও আনন্দনগরে বসন্ত উৎসব পালিত হয় স্বর্গীয় আধ্যাত্মিক পরিবেশে৷ আনন্দনগরে এই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড ‘াা নাম কেবলম্ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয় দধিচী হোস্টেলে৷ এই উপলক্ষ্যে সকাল ৬টার পূর্বে আনন্দনগরের সমস্ত কর্মী ও মার্গী ভাইবোনেরা দধিচী হোস্টেলে সমবেত হন৷ কীর্ত্তনশেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর বসন্ত উৎসব ও দলযাত্রার তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য সুতীর্থানন্দ অবধূত৷ এরপর উপস্থিত সকলে মার্গগুরুদেবের চরণে আবির দেন ও পরস্পরকে আবিরে রঞ্জিত করে৷