৫ই মার্চ দধীচি দিবসে পাপশক্তি বিনাশের শপথ গ্রহণ
পুরুলিয়া জেলার আনন্দনগরে, যেখানে ১৯৬৭ সালের ৫ই মার্চ স্থানীয় কায়েমী স্বার্থবাদী পুঁজিবাদী গোষ্ঠী ও জড়বাদী গোষ্ঠী সংঘটিত হয়ে আনন্দমার্গের এই আশ্রমের ওপর বর্বরভাবে আক্রমণ ক’রে ৫ জন সর্বত্যাগী সন্ন্যাসীকে নৃশংসভাবে হত্যা করেছিল৷ কম্যুনিষ্ট ঘাতকদের হাতে সেদিন আনন্দনগরে নিহত হয়েছিলেন আচার্য অভেদানন্দ অবধূত, আচার্য সচ্চিদানন্দ অবধূত, আচার্য অবোধ কুমার ব্রহ্মচারী, আচার্য প্রবোধ কুমার ব্রহ্মচারী, আচার্য ভরত কুমার ব্রহ্মচারী৷