April 2022

ঝাড়খণ্ডে গার্লস প্রাউটিষ্টের সভা

গত ৮ই মার্চ ঝাড়খণ্ডের  জামশেদপুরে সাকচি গোলচক্করে গার্লস প্রাউটিষ্টের  পূর্ব সিংভূম জেলা শাখা একটি সভার আয়োজন করেছিল৷ পূর্ব সিংভূম, সরাইকেল্লা খরসোয়া প্রভৃতি অঞ্চল থেকে দু’শতাধিক গার্লস প্রাউটিষ্ট কর্মী ও সমর্থক সমবেত হয়েছিল গোলচক্করে৷  সভা শুরুর আগে গার্লস প্রাউটিষ্টের নেতৃবৃন্দ বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি পূর্বসিংভূমজেলাশাস হাতে প্রদান করেন৷ এরপর গোলচক্করে সভা শুরু হয়৷ উক্ত সভায় বক্তব্য রাখেন গার্লস প্রাউটিষ্টের পূর্ব সিংভূম জেলা সম্পাদক রেখা মাহাত  ও অন্যান্য নেতৃবৃন্দ৷ সভায় উপস্থিত ছিলেন---দেবযানী বিশ্বাস, জ্যোতির্ময়ী কুমারী, প্রান্তিকা রায়, বেলা মাহাত, অপর্ণা মাহাত দুর্বা মাহা

আন্তর্জাতিক নারী দিবসে বাঙালী মহিলা সমাজের বিভিন্ন কর্মসূচী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাঙালী মহিলা সমাজের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে ছয় দফা দাবীর ভিত্তিতে অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক স্মারকলিপি পেশ করা হয়৷ নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা কল্পনা গিরি, ইলা পাত্র, সোমা পাত্র প্রমুখ৷ মহিলাদের সম অধিকার ও সম মর্যাদা প্রদান, মহিলাদের অর্থনৈতিকভাবে স্ব-নির্ভর করা, পূর্ণ নিরাপত্তা প্রদান, পণপ্রথা ও নারী নির্যাতন বন্ধ করা, চলচ্চিত্র, দূরদর্শন, ভিডিও ও বিজ্ঞাপণের মাধ্যমে অশ্লীল ও অসংসৃকতিমূলক প্রচার বন্ধ করা, মদ গাঁজা ড্রাগ সহ নেশার উৎসগুলি বন্ধ করা৷ পরে কেরানীটোলা স্থিত মহিলা সমাজ ভবনে এক আলোচনা সভা

ভীম একাদশী করলে

লোভী মানুষের মত লোভী জানোয়ারও কোন কিছু পড়ে থাকলে তা’ তুলে আত্মসাৎ করার চেষ্টা করে৷ এই ধরনের অতিলোভী ও অতিভোজী একটি জীব হচ্ছে নেকড়ে বাঘ যা উত্তর ভারতে লাকড়া বা লকড়বাঘা নামে পরিচিত, কথ্য ৰাংলায় ‘নেকড়ে’, ইংরেজীতে প্সপ্তন্দ্র, সংস্কৃতে ‘বৃক’ বা ‘বৃক–ব্যাঘ্র’৷ নেকড়ে প্রচুর পরিমাণে খায়৷ নিজের প্রয়োজনের তুলনায় চার–পাঁচ গুন বেশী খায়৷ নিজের দৈহিক ওজনের চেয়েও বেশী ওজনের ভোজ্য গ্রহণ করে৷ তারপর কয়েকদিন অসাড় হয়ে পড়ে থাকে, উঠতে–বসতে চায় না৷ তারপর হজম হয়ে যাবার পর আবার গা–ঝাড়া দিয়ে ওঠে৷

নোতুন পৃথিবী

প্রভাত খাঁ

জরাজীর্ণ এ ধরণী বুকে

নোতুনের বার্তাবহ রূপে

যে তরু সৃজিয়া গেলে

আশীর্বাদ পুণ্য বারি দানে,

সে আজ সেবিছে বিশ্বে

ক্লান্তিহীন বটবৃক্ষরূপে৷

আজিকার শুভদিনে

তাপসের দল আপ্লুত হৃদয়ে

তোমারে স্মরণ করে সেই বৃক্ষ তলে৷

হে মহান, তোমার অভীষ্ট

যেন সিদ্ধ হয় ‘নোতুন পৃথিবী’ রূপায়নে৷

আমার প্রার্থনা পিতঃ

সুভাশিস দানে জাগ্রত করিয়া

তোল সকলের প্রাণে৷

 

নারী

জয়তী দেবনাথ

নারী তুমি বিজয়িনী

     তুমি মহীয়সী,

তোমার উত্তাপে দগ্দ রবি

     তুমিই স্নিগ্দ শশী৷

তুমিই যে ভাঙ্গো নাকো

     কোন প্রতিঘাতে,

তাই ধরণীর তরণীর হাল

     ধরলে তুমি হাতে৷

তোমার সুরভী মাখানো

     সুমনের দলে,

এই ধরণী পরিপূর্ণ

     তোমার ফুলে ফলে৷

তুমিই আবার দীপের শিখা

     আঁধারেতে আলো,

নিমেষেই দূর কর

     যত আঁধার কালো৷

এই ধরাতে বয়ে আনো

     তুমি শ্যামলিমা,

গীতি সাহিত্যে ছড়িয়ে আছে

     তোমার মধুরিমা৷

তোমার মহিমা বর্ণনাকারী

আমি তুমিই

বিভাংশু মাইতি

মেলেনি যা যোগ বিয়োগে

মিলেছে তা তোমা দর্শনে৷

দুহাত দিয়ে আঁকড়ে ধরে

পারিনি যা রাখতে ধরে৷

মেদ মজ্জায় মিশেছে সহসা তা

ক্ষণিকে আজ তোমার ইঙ্গিতে৷

রাত দিন ধরে ছুটেছি ছুটেছি

সুখের পেছনে তবু তা পাইনি৷

তোমার পথে আজ আমি

সদাই আছি আনন্দে বিভোর৷

তুমি কে তা জানতে গিয়ে

আমি যেন আজ হয়ে গেছি তুমি৷

 

নোতুন পৃথিবী

প্রণবকান্তি দাশগুপ্ত

সেদিন তোমার শুভ পদ-স্পর্শে নোতুন পৃথিবী---

নাই তার ক্ষয়, নাই তার লয়---চিরজীবী৷

পাতায় পাতায়

মৌনমূক বর্ণমালায়

বিধৃত তোমার বাণী হলো বা[য়৷

প্রতিদিন বিশ্বময়

অকারণ হানাহানি মৃত্যু রক্তক্ষয়৷

শত সঙ্কটে আজ দিশেহারা

পৃথিবীর যত অধিবাসী---

মনে নেই স্বস্তি, মুখে নেই হাসি৷

হিংসায় উন্মত্ত দুরাচারী দানবেরা

সর্বদা মানুষ ঠকানো ষড়যন্ত্রে সক্রিয়৷

করে যত অমানবিক কাজ

শোষণ পীড়ণ অত্যাচার যাবতীয়৷

পা বাড়ালেই পদে পদে ষড়যন্ত্রের ফাঁদ,

বিনা দোষে, বিনা বিচারে জীবন বরবাদ৷

 

শামিয়ানা নেতা

‘কেণিকা’ শব্দের একটি অর্থ হল শামিয়ানা৷ শব্দটি ফার্সী৷ এ ক্ষেত্রে ৰাঙলার নিজস্ব শব্দ ‘কেণিকা’৷ রোদ ও অল্প বারিপাতের হাত থেকে কোনো উৎসব বা অনুষ্ঠানকে ৰাঁচাবার জন্যে শামিয়ানার ব্যবহার হয়ে থাকে৷ এই ‘শামিয়ানা’ শব্দটি ৰাংলা ভাষায় এসেছে ৰড় জোর ৪০০ বছর৷ ছোটৰেলায় আমি একজন শামিয়ানা–নেতার নাম শুনেছিলুম৷ তোমরা নিশ্চয় জানো, নেতা হবার জন্যে অনেকের সখের প্রাণ গড়ের মাঠ হয়ে থাকে৷ যোগ্যতা নেই, তবু নেতা হতে হবে৷ তাই তারা অনেক সময় অন্যকে দিয়ে ভাষণ লিখিয়ে নিয়ে নিজেরা তা কতকটা মুখস্থ করে জনসভায় ছেড়ে দেয়৷ হাততালির ব্যবস্থা আগে থেকেই করা থাকে৷ এদের জন্যে ‘শামিয়ানা–নেতা’ শব্দটি ব্যবহার করা হয়৷

ইউক্রেনের পাশে প্রিমিয়ার লিগ

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছে প্রিমিয়ার লিগ৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের ফুটবল ক্লাব ও ফুটবলাররা যাতে সমস্যায় না পড়ে তার জন্য লিগের ‘ডিজাস্টার ইমারজেন্সি কমিটি’ অর্থ সাহায্য করবে বলে জানিয়েছে৷