নীতিহীন রাজনীতি
যুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের অধিকার খর্ব করার যতগুলি অস্ত্র কেন্দ্রীয় সরকারের হাতে আছে তার মধ্যে সি.বি.আই একটি৷ রাজ্য রাজনীতিতেও বিরোধী পক্ষ রাজ্যে ঘটিত যেকোন অপরাধের ক্ষেত্রেই নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআই তদন্তের দাবী করে৷ কিন্তু প্রশ্ণ হচ্ছে সিবিআইকি সবসময় নিরপেক্ষ তদন্ত করে৷ বা বিরোধীপক্ষ কি সবসময় নিরপেক্ষতার স্বার্থে সিবিআই তদন্তের দাবী তোলে৷ রাজ্যের সি আই ডি যেমন রাজ্য সরকারের অধীনে সিবিআই তেমনি কেন্দ্রীয় সরকারের অধীনে৷ তাই নিরপেক্ষতার প্রশ্ণে উভয়েই সন্দিহান, রাজনৈতিক দলগুলো এটা জানে না তা নয়৷ তাই বিরোধীদের সিবি আই তদন্ত দাবী করার উদ্দেশ্য সব সময় নিরপেক্ষ নয়, রাজনৈতিক স্বার্থে
- Read more about নীতিহীন রাজনীতি
- Log in to post comments