প্রাউটের দৃষ্টিকোন থেকে বাঙলায় শোষণের স্বরূপ
ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসানের পর ১৯৪৭ সালে ৰাঙলা বিভাগের মধ্য দিয়ে এল ভারতীয়–সাম্রাজ্যবাদ্ শোষণের যুগ৷ স্বাধীনতা লাভের প্রথম পর্বে ক্ষুদ্র পশ্চিমবঙ্গ ছিল ভারতের অন্যান্য রাজ্য থেকে সবচেয়ে বেশী অগ্রসরমান রাজ্য৷ পশ্চিমবঙ্গের আঞ্চলিক আয় ছিল অন্যান্য রাজ্যের আঞ্চলিক আয় অপেক্ষা বেশী৷ বহু ৰাঙলার শিল্পপতি তখনও পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিরাজ করত৷ বহিরাগত শোষকেরা তাদের পরিকল্পনা মাফিক পশ্চিম ৰাঙলার শিল্প ও বাণিজ্যের বিশেষ বিশেষ ক্ষেত্রে থেকে ৰাঙলার শিল্পপতিদের উৎখাত করতে শুরু করে৷ স্বাধীনতাপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই ৰাঙলা–বঞ্চনার কাজ নির্দিষ্ট পরিকল্পনা মাফিক শুরু হয়ে যায়৷ স্ব