ধর্মান্ধতা ও ধর্ম
যুক্তিহীন ধর্মান্ধতা কোন পর্যায়ে গেলে একটা রাষ্ট্রকে কতটা বিপাকে পড়তে হয় তার দৃষ্টান্ত আজ ভারতবর্ষ৷ কেন্দ্রীয় শাসকদলের দুই নেতা নেত্রীর অবিবেচক মন্তব্য আজ বর্হিভারতে দেশের মাথা নত করেছে৷ দেশের অভ্যন্তরে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমাগত বিষ ছড়াতে ছড়াতে কাণ্ডজ্ঞান হারালে এমনটাই হয়৷ এই অবস্থায় মানুষের জানা উচিত ধর্মান্ধতা ও ধর্ম এক নয়৷ ধর্মের নামে সাম্প্রদায়িক বিদ্বেষই আজ বিভিন্ন সামাজিক ব্যাধীর মূল কারণ৷ আর এর পেছনে রয়েছে মানুষের অন্ধবিশ্বাস, ডগ্মা বা যুক্তিহীন ভাবজড়তা৷
- Read more about ধর্মান্ধতা ও ধর্ম
- Log in to post comments