ছিন্নমূল বাঙালির আর্তনাদ, ঋদ্ধ আত্ম পরিচয়
প্ৰাক স্বাধীন কাল থেকে অসম নামের ভূখণ্ডে বাঙালিদের যে নানা ধ্বনের নিৰ্যাতন সইতে হচ্ছে, সেটা বাঙালি মাত্ৰেই জানা রয়েছে ৷ দেশ বিভাজনের পর বিদেশীর তকমা লাগিয়ে অখণ্ড ভারতের বাসিন্দা বাংলাভাষীদের ওপর অত্যাচারের মাত্ৰা যে বহু গুণে বেড়েছে, তাও অসমে বহুল চৰ্চিত৷ আহোম রাজত্ব, ব্ৰিটিশ শাসনের সময়কাল থেকে যে ভূখণ্ডের শিক্ষা-সংস্কৃতির উত্তরণ, সরকারি চাকরি থেকে কৃষি, কৰ্মতৎপরতা গড়ে তোলায় বাঙালিদের অনবদ্য অবদানের সাক্ষী এরাজ্যের ইতিহাস, সেখানে বাংলাভাষী মাত্ৰেই আজ নিৰ্যাতনের শিকার৷ কখনও বিদেশী সন্দেহে, কখনও ঘাড়ে বিদেশীর মামলা চাপিয়ে রাষ্ট্ৰের সব নাগরিক-সুবিধা হরণ করে, কখনও বিদেশী ঘোষণা করে, কখনও আবার ডিটে
- Read more about ছিন্নমূল বাঙালির আর্তনাদ, ঋদ্ধ আত্ম পরিচয়
- Log in to post comments