কেন্দ্রের বাঙালী বিদ্বেষী আচরণ অভিযোগ প্রবাসী বাঙালী শিল্পপতির
সুদুর আমেরিকার লাসভেগাসে অনুষ্ঠিত হলো নর্থ আমেরিকান বেঙ্গলি কনভেনশন৷ সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবাঙলার প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমানে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অর্থনীতিবিদ অমিত মিত্র৷ ওই কনভেনশনেই আমেরিকান প্রবাসী বাঙালী শিল্পপতি ডাঃ দীপক নন্দী অমিত মিত্রের কাছে কেন্দ্রের বাঙালী বিদ্বেষী আচরণের প্রসঙ্গ তুলে ধরেন৷ তিনি বলেন বাঙলায় শিল্প স্থাপন করতে কেন্দ্র কোনরকম সহযোগিতা করছে না৷ অথচ বিশেষ কয়েকটি রাজ্যে শিল্প স্থাপনে কেন্দ্রীয় সরকার আগ্রহ প্রকাশ করে৷ ডাঃনন্দী তাঁর মেডিকেল ব্যাক অফিস এ্যাণ্ড প্রসেসিং মেডিকেল ডকুমেন্ট-এর অফিস বাঙলায় খুলতে চায়৷ ডাঃ নন্দী অমিত মিত্রকে বলেন--- বাঙলায় শিল্প