তিলজলা আশ্রমে কীর্ত্তন দিবস উদ্যাপন
১৯৭০ সালের ৮ই অক্টোবর বিংশ শতাব্দীর ইতিহাসে এক ঐতিহাসিক দিন৷ আনন্দমার্গীয় সমাজের সমস্ত ভক্তবৃন্দের কাছে ওই দিনটি একটি স্মরণীয় দিন৷ কারণ তৎকালীন বিহার বর্তমানে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার আমঝরিয়া ফরেষ্ট বাংলোয় ১৯৭০ সালের ৮ই অক্টোবর জগদগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অষ্টাক্ষর সিদ্ধমন্ত্র ‘‘ৰাৰা নাম কেবলম’’ এর প্রথম প্রবর্তন করেন, ‘ৰাৰা নাম কেবলম্’কে তিনি কীর্ত্তন মহামন্ত্র হিসাবে ঘোষনা করেন৷ বলেন ‘একবার ‘ৰাৰা নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে’’৷ তাছাড়া তিনি এই কীর্তনের শারীরিক মানসিক ও আত্মিক বহুমুখী উপকারিতার কথা বলেন৷ বিশ্বের সমস্ত আনন্দমার্গীদের কাছে এই দিনটি এক পবিত্র দিন হিসাবে প্র