বাঙালীস্তানের বিভিন্ন অঞ্চলে ‘আমরা বাঙালী’র বাংলা ভাষা শহীদ দিবস পালন
গত ১৯শে মে বরাকের একাদশ বাংলা ভাষা শহীদদের স্মরণসভা প্রতিবারের মতো এবারও সারা বাঙালীস্তান জুড়ে ‘আমরা বাঙালী’ সংঘটন আয়োজন করে৷ বারাসাত, নবব্যারাকপুর,কাকিনাড়া, নৈহাটি, মেদিনীপুর ত্রিপুরা, অসম সহ বাঙালীস্তানের বিভিন্ন অঞ্চল জুড়ে ‘বাংলাভাষা শহীদ দিবস’ পালন করা হয়৷ কেন্দ্রীয়ভাবে শ্যামবাজার মেট্রোর সামনে ‘আমরা বাঙালী’র জমায়েত ও শহীদ স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ, যুব সচিব তপোময় বিশ্বাস, হিতাংশু বন্দ্যোপাধ্যায়, বাপি পাল, অরূপ মজুমদার, মোহন অধিকারী সহ বিভিন্ন বক্তগণ৷ জ্যোতিবিকাশ সিনহা বলেন--- বাঙলা জুড়ে যে হিন্দী আগ্রাসন চলছে, অবিলম্বে তা আগ্রাসনক