গাছ কাটলেই ঝরে ‘রক্তের’ ফোয়ারা! রোগ সারাতে এই ‘রক্ত’ ব্যবহার করা হয়
গাছের উপর কুড়ুলের কোপ পড়লেই ছোটে ‘রক্তের’ ফোয়ারা৷ গাছের ভিতর থেকে এমন ভাবে ‘রক্ত’ বেরিয়ে আসে যে, দেখে মনে হয় যেন রক্তমাংসের কোনও জীবকে কেটে ফেলা হচ্ছে৷ এই ‘রক্ত’ দিয়ে নাকি কঠিন রোগ নিরাময় করা যায়৷ এই ‘ব্লিডিং ট্রি’র অস্তিত্ব কি সত্যিই রয়েছে না কি রক্ত ঝরে পড়ার কল্পনা নয়, বাস্তবে এমন একটি গাছ রয়েছে যা কাটা হলে তার ভিতর থেকে রক্তবর্ণের এক ধরনের তরল গড়িয়ে পড়তে থাকে৷ এই গাছটির নাম ড্রাগন ব্লাড৷গাছটির এই নামকরণ এই তরল নির্গত হওয়ার কারণেই৷ তরলটি হাতে নিয়ে দেখলেও মনে হয় যেন রক্ত লেগে রয়েছে৷ড্রাগন ব্লাড গাছটি সাধারণত উচ্চ তাপমাত্রাতেও জন্মাতে পারে৷ সাধারণত আরব সাগরের একটি দ্বীপপুঞ্জে চিরহরিৎ এই বৃ