ভারত মাতার বীর সন্তানের হাত ধরে
ভারতের স্বাধীনতা অর্জন,
যে স্বাধীনতার তরে শতবর্ষ ধরে
শত শহীদের প্রাণ বিসর্জন৷
স্বাধীন দেশ, খন্ডিত দেশ,
সহস্র সমস্যায় জর্জরিত,
ধনী-গরীব, শিক্ষিত-মূর্খ,
নানান ধর্মে বিভাজিত৷
ভারতের সনাতন ধর্মের বিকৃতি
অনুভবি তার ভয়ঙ্কর পরিণতি৷
কোন ভক্তির ছলে--------
ফুলের মালায় ধূপের ধোঁয়ায়
ঢাকা পড়ে যায়,
প্রাতিষ্ঠানিক আবহাওয়ায়,
ব্যবসায়িক প্রতিযোগীতায়
তিলে তিলে নিঃশেষ হয়ে যায়,
আমাদের মনে কি সযতনে লালিত
তাঁর ত্যাগ, তিতিক্ষা, আদর্শ?
স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও
কী মূল্য দিয়েছে ভারতবর্ষ?
রক্ত ক্ষরণ আজও আছে অম্লান,
যদিও রক্ত লাগেনা দেশের কাজে,
অকালে তরুণ যুবকের যায় প্রাণ
রক্ত ক্ষরণে নেতারাই শুধু বাঁচে!
সরকারি টাকায় ঢাকা পড়ে অপরাধ
মৌন হয়েছে ন্যায় বিচারের দাবি,
অকাল মরনে নাই কারো পরিতাপ
নীরব সাক্ষী পূব আকাশের রবি!
জেগে আছে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব দলবাজি,
নেপথ্যে আছে দাদা দিদিদের
সুনিপুণ কারসাজি!
নেতা-নেত্রীর কন্ঠে তোমার
কপট সম্মান,
তাদের শুকনো হৃদয়ে রয়েছে
কি তব স্থান!
বক্তব্য শেষে করতালিতে তারা
আত্মতৃপ্তি খোঁজে,
পরের দিন সকলই ভুলিয়া,
নিজের স্বার্থ বোঝে?
উপেক্ষিত সুভাষ চিন্তা,আদর্শ,
অনুভবি তার চরম পরিণাম,
এখনো কি হয়নি চেতনা----
দেশ মোর অপরিণামদর্শীতার
দেয়নি কি দাম?
তাই মোর একান্ত অনুরোধ----
তাঁর আদর্শ রূপায়ণে
জাগিয়ে তোলো আপন মূল্যবোধ৷
তা’’ হবে দেশ নায়কের প্রতি
প্রকৃত শ্রদ্ধা নিবেদন,
আজ শুভদিনে স্মরণে বরণে
প্রণামে করি শ্রদ্ধা জ্ঞাপন৷
- Log in to post comments