February 2024

আদর্শ জীবনচর্যার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলে গেলেন শৈলেন সরকার

 

নিজস্ব সংবাদদাতা ঃ হাওড়া জেলার সালকিয়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী শৈলেন সরকার গত ২৯শে জানুয়ারী দুপুর ১২টা ৩০ মিনিটে পরলোক গমন করেন৷ তিনি অকৃতদার ছিলেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷

শ্রী শৈলেন সরকার একজন আদর্শ পরায়ন ও নিষ্ঠাবান কর্মী ছিলেন৷ ষাটের দশকে আনন্দমার্গের ওপর  যখন শাসকদলের চরম আঘাত নেমে এসেছিল তখনও  তিনি নির্ভীকভাবে মার্গের আদর্শকে আঁকড়ে ধরে সংঘের প্রচার ও প্রসারের কাজ করে গেছেন নির্লিপ্তভাবে সকল বাধাকে তুচ্ছ করে৷

সরকারী বেসরকারী চাকরির পরীক্ষা বাংলা ভাষায় নেওয়ার দাবীতে ‘আমরা বাঙালী’র প্রচার অভিযান

বাঙলার সরকারী বেসরকারী চাকরির পরীক্ষা বাংলা ভাষায় নেওয়ার দাবীতে ২০২৪ কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় প্রচার অভিযান চালায় ‘আমরা বাঙালী’ সংঘটন৷ সংঘটনের পক্ষে কেন্দ্রীয় যুব সচিব তপোময় বিশ্বাস জানান, বাঙলার সরকারী বা বেসরকারী চাকরীর নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক না হওয়ার দরুন অতি সহজেই বহিরাগতরা বাঙলায় এসে বাঙালী যুবক-যুবতীদের বঞ্চিত করে চাকরিতে নিয়োগ হচ্ছে অথচ বাঙলার বাইরে কোন রাজ্যে এই নিয়ম নেই, সেখানে আগে নিজ রাজ্যের অধিবাসীদের জন্য চাকরির ব্যবস্থা, আঞ্চলিক ভাষার পরীক্ষা বাধ্যতামূলক!

আধ্যাত্মিক চেতনা ও সন্তুলিত অর্থনৈতিক ব্যবস্থা আদর্শ সমাজ ঘটনে সহায়ক

গত ২৬,২৭,২৮শে জানুয়ারী  বাঁকুড়া জেলার দুর্লভপুর আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ তিনদিনের এই আলোচনা সভায় আলোচ্য বিষয় ছিল---আদর্শ মানুষের জীবনচর্চা কেমন হওয়া উচিত, বুদ্ধির মুক্তি, প্রত্যাহার যোগ ও পরমাগতি, পাপস্য কারণত্রয়ম্‌৷

আলোচনা সভায় মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন আচার্য কৃষ্ণপ্রসুনানন্দ অবধূত, আচার্য বিশ্বজ্ঞানানন্দ অবধূত৷

৪৭তম কলকাতা বইমেলায় আনন্দমার্গ প্রকাশন বিভাগের স্টল

গত ১৮ই জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী,২০২৪ সল্টলেকে করুণাময়ী সেন্ট্রাল পার্কে আন্তর্জাতিক কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয় প্রত্যহ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত৷ এই আন্তর্জাতিক বইমেলায় আনন্দমার্গ প্রকাশন বিভাগের পক্ষ থেকে একটি স্টল খোলা হয়েছিল, স্টল নং ৫০৭৷

আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তি রচিত ---ধর্মগ্রন্থ, সমাজ-অর্থনীতি, যোগ, তন্ত্র, যৌগিক চিকিৎসা, ভাষাবিজ্ঞান, ইতিহাস, শিশু সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের অসংখ্য পুস্তক সম্ভার ছিল আনন্দমার্গ স্টলে৷

শিলচরে আমরা বাঙালীর নেতাজী স্মরণ

গত ২৩শে জানুয়ারী,২০২৪ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটির পক্ষ থেকে  পালন করা হয়৷

অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের তথা আজাদহিন্দ বাহিনীর সর্বাধিনায়ক বীর সুভাষচন্দ্রের জন্ম মূহূর্ত্ত ১২-১৫ মি.এ শিলচর নেতাজী সুভাষ এভিনিউস্থিত  প্রতি মূর্ত্তিতে মাল্যদান করে প্রণাম নিবেদন করেন আমরা বাঙালী দলের অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ ভট্টাচার্য , কাছাড় জেলা সচিব অমর পাল, পান্না রায় প্রমূখ৷

অসার রাজনৈতিক গণতন্ত্রের হাত থেকে মুক্তির পথ প্রাউট

বর্তমানে দেশে গণতন্ত্রের নামে যা চলছে তা একটি শোষণমূলক ব্যবস্থা৷ এই রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে৷ ধূর্ত লোভী রাজনৈতিক নেতারা পুতুল মাত্র৷ পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ে মুষ্টিমেয় শোষক পুঁজিপতি গোষ্ঠী৷ তাদের  অঙ্গুলী হেলনেই নেতারা নড়াচড়া করে৷ তাই স্বাধীনভাবে  জনগণের কল্যাণ করার ইচ্ছা ও ক্ষমতা কোনটাই নেতা মন্ত্রীদের নেই৷ অনেকক্ষেত্রেই জনগণও স্বাধীনভাবে মত দান করতে পারে না৷  বিশ্বের বহু গণতান্ত্রিক দেশেই রাজনৈতিক গণতন্ত্রের আড়ালে নির্বাচন প্রক্রিয়ায় পেশীশক্তি ও আর্থিক শক্তির রমরমা চলে৷ রাজনৈতিক দলগুলোর পরস্পরের বিরুদ্ধে অভিযোগেই এটা প্রমাণিত৷ সম্প্রতি আমেরিকার র

ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা

এখন ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা সম্পর্কে কিছু আলোচনা করা যাক৷ এই দেশের নাম ভারতবর্ষ৷ জানতো, পৃথিবীতে যা কিছু শব্দ আছে সবই অর্থপূর্ণ৷ গ্রামের নামই হোক বা নদীর নাম, সবেরই একটা অর্থ আছে৷ এ দেশের নাম ভারতবর্ষ কেন রাখা হ’ল? প্রাচীনকালে এখানকার বাসিন্দা ছিল দ্রাবিড়, অষ্ট্রিক ও মঙ্গোলিয়ন৷ আর্যরা যখন এল তখন তারা এর নামকরণ করলে ‘ভারতবর্ষ’৷ এমন নাম কেন করা হ’ল?

প্রাউটের অর্থনীতি–ব্যবস্থার বৈশিষ্ট্য

বিকেন্দ্রিত সামাজিক–র্থনৈতিক ব্যবস্থায় অতি সহজেই কৃষি ও শিল্পের আধুনিকীকরণ করা যায় ও তার উৎপাদিত দ্রব্যের বাজারও সহজে পাওয়া যায়৷ এইভাবে যদি সামাজিক–র্থনৈতিক অঞ্চলগুলি আপন আপন অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ ঘটায় তাহলে বিভিন্ন অঞ্চলের মাথা পিছু আয়–বৈষম্য হ্রাস পাবে ও অনুন্নত অঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে তাকে উন্নত অর্থনৈতিক অঞ্চলের সমপর্যায়ে আনা যাবে৷ প্রত্যেকেই অর্থনৈতিক স্বাচ্ছন্দ ভোগ করবে৷ যখন প্রত্যেকটি অঞ্চলের অর্থনৈতিক স্বনির্ভরতা আসবে তখন সমস্ত দেশই অতি দ্রুত অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে৷

আধ্যাত্মিক চেতনার জাগরণ চাই

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

আজকের সমাজের  বুদ্ধিজীবীদের মধ্যে যাঁরা  নিজেদের প্রগতিশীল  বলে জাহির করেন, তাঁরা আদর্শ সমাজ সংরচনায় আধ্যাত্মিকতার যে একটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তা সাধারণতঃ স্বীকার করতে চান না৷ তাঁরা আধ্যাত্মিকতাকে মনে করেন একটা অন্ধবিশ্বাস  বা কুসংস্কার৷ আসলে ‘আধ্যাত্মিকতা’  সম্পর্কে তাঁদের ধারণাটাই পুরোপুরি ত্রুটিপূর্ণ৷

বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হবে বাঙালীদেরই

বিশ্বদেব মুখার্জী

টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে কিছু কিছু অনুষ্ঠান বেশ জনপ্রিয়৷ ধারাবাহিকগুলোর পাশাপাশি দাদাগিরি,দিদি নং-১ যেমন জনপ্রিয় তেমনই জনপ্রিয় গানের অনুষ্ঠান সা- রে- গা- মা-পা কিংবা  নাচের অনুষ্ঠান ’ ড্যান্স বাংলা ড্যান্স’৷ বহু নবীন প্রতিভা এইসব অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসে বা প্রতিষ্ঠা পায় একথা সত্য৷ এই বিষয়ে আলোকপাত করার উদ্দেশ্যে এই প্রতিবেদন লেখা নয়,প্রশ্ণটা অন্য৷