আদর্শানুরাগ

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

আদর্শেতে অনড় অটুট

কোন মতেই টলবনা,

হিতের কাজেই থাকবো রত

নিজেকে কভু ছলবনা৷

অসীম অপার প্রীতির ধারা

বহিছে ওই নিরন্তর,

সকল কাজেই গুরুত্ব দিই

তাই তো মনে নেইকো ডর৷

উদার চিতের ভালবাসায়

নাশি যত তামস কালো,

আলোয় আলোয় ভরা ভুবন

আত্মীয়তায় সবই ভাল৷

কাজের মাঝেই বাঁচবো ধরায়

থাকবো না আর অবনত,

মাথার প’রে হাসেন যেজন

তাঁরই ভাবে থাকবো রত!