লেখক
কৌশিক খাটুয়া
মাগো তুমি বেজায় দুর্বল৷
অসুরকে যদি নিধন করলে
কেন বাড়ে তার দল?
তুমি চলে যাও অসুরকে রেখে
কার মঙ্গল তরে,
সারাটা বছর ভয় দেখিয়ে
সংকট সৃষ্টি করে৷
মাগো ছুটির মেয়াদ শেষ হলে
যবে কৈলাশে যাবে ফিরে,
দয়া করে এবার অসুরকে নিয়ে
ফিরে যেও নিজ নীড়ে৷
দেখি একবার অসুর-বিহীন
কেমন জন্মভূমি,
চিঠি মারফৎ তোমায় জানাব
খবর পাইবে তুমি৷
- Log in to post comments