এশিয়ান গেমসে ভারতের জয়
এশিয়ান গেমসে নতুন চমক দিল ভারতের পুরুষ ভলিবল দল৷ শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে নকআউট পর্বে পৌঁছে গেল ভারত৷ গত মঙ্গলবার গ্রুপে প্রথম ম্যাচে কম্বোডিয়াকেও হারিয়ে দিয়েছিল ভারত৷
এশিয়ান গেমসে নতুন চমক দিল ভারতের পুরুষ ভলিবল দল৷ শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে নকআউট পর্বে পৌঁছে গেল ভারত৷ গত মঙ্গলবার গ্রুপে প্রথম ম্যাচে কম্বোডিয়াকেও হারিয়ে দিয়েছিল ভারত৷
বিশ্বকাপের আগে বড় সড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা৷ ছিটকে গেল দলের দুই জোরে বোলার৷ দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, অনরিখ নোখিয়া ও সিসান্ডা মাগালাকে বিশ্বকাপে পাওয়া যাবে না৷ তাঁদের জায়গায় অ্যাণ্ডিল ফেলুকায়ো ও লিজাড উইলিয়মসকে দলে নেওয়া হবে৷