বারাসাতে রাওয়া আয়োজিত প্রভাত সঙ্গীতানুষ্ঠান
গতকাল ‘রাওয়া’ বারাসাত শাখা আয়োজিত সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত অনুষ্ঠিত হ’ল প্রভাত সঙ্গীত ও এর উপরে ভিত্তি করে নৃত্যানুষ্ঠান৷ এর মাঝে মাঝে প্রভাত সঙ্গীত সম্পর্কে ছোট ছোট বত্তৃণতা৷ বক্তব্য রাখেন ড: পুষ্প বৈরাগ্য, শ্রী শচীন্দ্রনাথ পাল, আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত দাদা৷ সকলেই তাঁদের মূল্যবান বক্তব্যের মধ্যে প্রভাত সঙ্গীতের ভূয়ষী প্রশংসা করেন৷ এ সঙ্গীত মানুষের মনুষত্বের উত্তরণ ঘটিয়ে তাকে দেবত্বে প্রতিষ্ঠা করে--- মুক্তির পথকে প্রশস্ত করে৷