বানভাসি মানুষের কান্না কতকাল?

লেখক
বরুণ বন্দ্যোপাধ্যায়

এখন প্রকৃতির রাজ্যে চলছে নীরস গ্রীষ্মের দাপট ও রাজ্যপাট৷ সারা দেশে চলছে মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ৷ তাপপ্রবাহের মাত্রা কোথাও ৪০ আবার কোথাও বা ৪২৷ এই অসহনীয় তাপ প্রবাহের কবলে পড়ে মানুষ, পশুপাখি ও বৃক্ষলতা সকলেই ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলছে৷ তবে এটা প্রকৃতির আবর্ত্তনের পথ ধরে গ্রীষ্মের পর বর্ষা প্রকৃতির দরবারে আত্মপ্রকাশ করবে৷ এই বর্ষা ও তার প্রেক্ষাপটে সর্বানাশা প্লাবন-এটাই আমার নিবন্ধের বিষয়৷

১৯৭৮ সালে পশ্চিমবঙ্গের সর্বনাশা বন্যার দুঃস্বপ্ণের স্মৃতিকে বুকে নিয়ে কিছু প্রাসঙ্গিক কথা লিখেছি৷ সেবছর বন্যায় কয়েক লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছিল৷ তার সাথে মানুষের ভদ্রাসন ক্ষেতের ফসল নষ্ট হয়েছিল সর্বোপরি অনেক মানুষের জীবনহানি ঘটেছিল৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ শেষ সম্বলটুকু হারিয়ে সরকারের করুণার পাত্র হয়ে অব্যক্ত যন্ত্রণা বুকে নিয়ে কালযাপন করেছিল৷ মাঝে মাঝে স্বজন হারানো মানুষের করুন কান্নার সুরও আকাশে বাতাসে ধবনিত হয়েছিল৷ হেলিকপ্ঢার থেকে অসহায় মানুষের উদ্দেশ্যে খাদ্যসামগ্রী ফেলা হয়েছিল এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে বিপন্ন মানুষকে কৃতার্থ করার চেষ্টা হয়েছিল৷ অবশ্য অনেক স্বেচ্ছাসেবী সংঘটনও ত্রাণসামগ্রী নিয়ে এগিয়ে এসেছিল৷ সেদিনের সেই স্মৃতি আজও আমাদের চিত্তে এক গভীর ক্ষতের মতোই রয়ে গিয়েছে৷

এরপর কয়েক দশক পেরিয়ে গিয়েছেআমাদের দেশের তথা বিশ্বের মানচিত্রের অনেক পরিবর্তন হয়েছে, গঙ্গার উপর দিয়ে অনেক জলও বয়ে গেছে৷ কেবল বদল বা পরিবর্ত্তন হয়নি আমাদের রাজ্যে প্রতিবছর ঘটে যাওয়া সর্বানাশা বন্যার ছবি বা চালচিত্রটার৷ প্রতিবছর প্রবল বর্ষনের সাথে ডিভিসি ও অন্যান্য জলাধার থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়া তার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বানাশা বন্যার সৃষ্টি হয়৷ এই বন্যা বা প্লাবন মানুষের সবকিছু শেষ করে দেয়, সেই সঙ্গে বন্যার্ত্ত মানুষের আশা, স্বপ্ণ ও ভরসার সলিল সমাধি ঘটে৷ তারপর পরিবারকে সাথে নিয়ে ত্রাণশিবিরে বিবর্ণ মুখে ত্রাণের জন্য অপেক্ষা৷ সংবাদপত্র ও দূরদর্শনে বন্যার ছবি ছাপা হয় বা দেখানো হয় এটা বিপন্ন মানুষের কাছে শ্লেষের বিষয় হয়ে দাঁড়ায়৷ এই ছবি আমাদের অত্যন্ত চেনা ও জানা৷

প্রতিবছর এই সর্বানাশা বন্যার প্রেক্ষাপটে অনেক প্রশ্ণ আমাদের মনে উঁকি দেয়৷ আজও স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বাঁধ নির্মাণ কেন করা হল না? নদীগুলোর নাব্যতা সৃষ্টির জন্য ও নদী বাঁধের ব্যাপক সংস্কারের জন্য জরুরী পদক্ষেপ কেন গ্রহণ করা হল না? এসব পদক্ষেপ অতীত থেকে শিক্ষা নিয়ে কেন করা হল না৷ প্রতি বছর ত্রাণের জন্য যে বিপুল অর্থব্যয় হলে সেই অর্থে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে বাধা কোথায়?

অতি সম্প্রতি রাজ্য সরকারীসূত্রে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারলাম বন্যা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে বারংবার চিঠি দিয়েও রাজ্য নিরাশ হয়েছে৷ এর পাশাপাশি আরও জানতে পারলাম কেন্দ্রীয় নীতি আয়োগ পুরো বিষয়টা নিয়ে শীঘ্রই বৈঠক ডাকবেন৷ কিন্তু বৈঠক ডাকার সদিচ্ছা হয়ত কেন্দ্রীয় সরকারের নেই৷ তাই আবার দীর্ঘসূত্রতা ঔদাসীন্য ও শীতঘুমে আচ্ছন্ন থাকা৷

আমরা এই সর্বানাশা বন্যার স্থায়ী সমাধান চাই৷ বন্য যেন এক বার্ষিক উৎসব হিসেবে চিহ্ণিত না হয়৷ আর কেন? অনেক স্তোকবাক্য উচ্চারণ করা হল, মিথ্যা প্রতিশ্রুতির ফানুস ওড়ানো হল, আমাদের দেশে কৃষি, শিল্প, শিক্ষা, চিকিৎসায় উন্নতির জোয়ার আসছে, সুবর্ণযুগ আমাদের সমানে হাতছানি দিচ্ছে এসব কথা বা সংবাদকে পিছনে ফেলে কেন্দ্র রাজ্য উভয়ের সদিচ্ছায় পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রিত হোক৷ সেইসঙ্গে আমরা শুভবুদ্ধি নিয়ে একটু ভাবার চেষ্টা করি প্রতিবছর বন্যার কবলে পড়ে যারা বিপন্ন হয় এরাই আমাদের দেশের সভ্যতার চাকাটাকে সূচক রাখে৷ এরাই আমাদের পরম সম্পদ আর এরাই গণদেবতা৷