বীর সন্ন্যাসী বিবেকানন্দের
সারসত্তায় পাই,
ভারতআত্মার জাগরণেই
মনে দিতেন ঠাঁই৷
আবার তিনি প্রগতিশীল
মনেও ছিলেন ভারী,
তাই তো তিনি সত্যের ভাষণ
করতেন সদাই জারি৷
খালি পেটে ধর্ম হয় না
এই ছিল তার বাণী,
অন্ন-বস্ত্র-শিক্ষা-স্বাস্থ্য
গৃহ চাই একখানি৷
পদব্রজে ভারত ভ্রমণ
করে তিনি দেখেন,
কত কষ্টে দেশবাসীরা
দিনযাপনে থাকেন৷
তারই মাঝে জাত-পাত আর
(ধর্মের) গোঁড়ামিও বেশ ছিল,
ইংরেজরা সেই সুযোগে
ধর্মান্তরে মন দিল৷
ভারতবর্ষের একটাই দোষ
অন্যের দেশ যখন,
ভারতীয়দের বাহবা দিত
চিনত তাঁদের তখন৷
তাই মনে হয় বিবেকানন্দ
প্রথম বিদেশ (আমেরিকা) যায়
হিন্দুধর্ম নিয়ে বত্তৃণতায়
খুব প্রশংসা পায়৷
তারপরে সে দেশে ফিরতেই
সবাই জড়িয়ে ধরে,
এরই ফলে হিন্দু ধর্মের
ভিত মজবুত করে
বিবেকানন্দের বত্তৃণতায়
এমনই জাদু ছিল,
ফেরার পথে এক রমনী (মার্গারেট)
তার সাথী হ’ল৷
পরে তিনি দীক্ষা নিয়ে
ভগিনী নিবেদিতা,
হয়ে বাঙলা ও ভারতমাতার
গ্রহণ করলেন ছাতা৷
- Log in to post comments