লেখক
কৌশিক খাঁটুয়া
দিদিদের বাড়িতে সাজো সাজো রব
শুক্লা দ্বিতীয়ার ভাইফোঁটা উৎসব৷
নিমন্ত্রিত অতিথিদের তালিকায় আমি,
অনাহত নয় আমি, আজ বড় দামী!
দলে দলে জড়ো হই দিদিদের ঘরে,
ললাটে চন্দন টিকা জ্বল জ্বল করে৷
ভাইফোঁটা নিয়ে হতে হবে আয়ুষ্মান,
জগতের কাজ করে হব সুমহান৷
পরবর্তী নির্দেশ ভীষণ জরুরি,
সবিনয়ে সে আদেশ পালন করি৷
ভোজনে আসন গ্রহণ, কত বড় কাজ৷
এর থেকে বড় কাজ ছিল নাতো আজ৷
মধ্যাহ্ণ ভোজনে আজ নানাবিধ পদ,
পদে পদে ছয়লাপ বাড়ায় বিপদ৷
অবাধ্য ডাক্তারি নিষেধ
খাওয়ার নাই ভেদাভেদ
যা পায় তাই ভাই খায়,
সুদীর্ঘ ঢেকুরে তুলে
গণেশ সাজিয়া চলে
গুটি পায়ে বিছানায় যায়৷
সারাদিন উপোস করে
বিপুল আয়োজন করে
ফোঁটা দেওয়াটাই যার ব্রত,
তারে বুঝি দিদি কয়
ছড়িয়ে জগতময়
ভাই মোরা রয়েছি প্রণত৷
- Log in to post comments