যাঁদের মরনে গর্বিত মনে
একুশকে করি স্মরণ,
ভাষা আন্দোলনে পথের দিশারী
করেছে মৃত্যু বরণ৷
বাংলা ভাষার দাবী আদায়ে
শতশত তাজা প্রাণ,
কোন ভাবাবেগে আন্দোলিত হয়ে
রাখে মাতৃভাষার মান!
‘উর্দু’ হবে রাষ্ট্রীয় ভাষা
পাক শাসকের ঘোষণা,
বাঙালির দাবী, বাঙালির ভাষা
লাঞ্ছিত আশা বাসনা!
বাংলা হরফ, বাংলা লিপি
মাতৃস্নেহের টান,
সেই অধিকার হরিয়া শাসক
করে বাংলাকে অপমান!
বাহান্ন সালের একুশ
জাগ্রত বাঙালি-মর্যাদার হুঁশ,
সুসংবদ্ধ ছাত্র, যুবক, সমাজ কর্মী
পাহাড় আন্দোলিত, সাগরে উর্মি,
সেই আন্দোলনে গুলি বর্ষণে
পাক সশস্ত্র বাহিনী,
রচিত রফিক, সালাম, জববরের
ভাষা আন্দোলনের কাহিনী৷
মাতৃৃ-অঙ্ক শূন্য করে
দামাল তুর্কি দল,
দু’নয়নে মায়ের গঙ্গা-পদ্মা
নীরব অশ্রুজল!
শত শহীদের রক্তে অর্জিত
বাংলা ভাষার মান,
হৃদয়ে বরণে স্মরণ করি
তাঁহাদের অবদান৷
ইচ্ছাপূরণ
অদ্রিজা দত্ত (শ্রেণী-চতুর্থ বিভাগ-ক)
মিষ্টি সকাল শান্ত মন
ঘুমিয়ে ছিলাম এতক্ষণ
কষ্ট করে খুললাম আঁখি
তুমি এখনো ঘুমাও নাকি!
তড়িঘড়ি উঠে পড়ো
আমার ইচ্ছা পূরণ করো৷
l l l l
- Log in to post comments