ভক্তিযোগে

লেখক
দেবল কুমার কর্মকার

সুখ পাখিটা ধরবি বলে

     গেলি দেশ বিদেশ

ঘুরলি কত শহর নগর,

     মিটলো কি তোর ক্লেশ?

তীর্থে তীর্থে গেলি কত

     কাশী হৃষিকেশ,

ঘুচলো কি তোর মনের কালি

     স্বার্থ ও বিদ্বেষ৷

হরি বলে কাঁদলি কত

     হরি মিলল কই,

তার চেয়ে আয় ভক্তিযোগে

     কর্মে মেতে রই৷