লেখক
কৌশিক খাটুয়া
দয়ার সাগর নামে
খ্যাত তুমি বঙ্গে,
তোমার আদর্শ নীতি
মানুষের সঙ্গে৷
বিধবা বিবাহ প্রবর্তন
বাল্য বিবাহ রোধ,
অশিক্ষা কুশিক্ষা দুর করে
সমাজে এনেছ বোধ৷
‘নারী শিক্ষা’ প্রসারে
বুঝেছিলে প্রয়োজন,
সেই ধারা বয়ে কত
শিক্ষার আয়োজন!
আজ ‘বর্ণপরিচয়’ আয়ত্ত করা
তোমারই মহাদান,
কৃতজ্ঞতায় স্মরণ করে
জানাই সহস্র প্রণাম৷
- Log in to post comments