গরীবের প্রতিনিধি ঃ সম্পত্তি ৬৮৩ কোটি টাকা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বিদায়ী লোকসভার ৫২১ জন সাংসদের  দায়ের করা হলফনামা থেকে এ.ডি.আর (এ্যাসোসিয়েশন ফর  ডেমোক্র্যাটিক রিফর্মস্) সমীক্ষা  করে জানিয়েছে, এই ৫২১ জন সাংসদের  ৮৩ শতাংশ  অর্থাৎ  ৪৩০ জনই কোটিপতি৷ এরমধ্যে  বিজেপি’র কোটিপতি  সাংসদের  সংখ্যা ২২৭ জন, কংগ্রেসের  ৩৭ জন, আর ২৯ জন  এ.ডি.এম কে-র৷ এদের মধ্যে  ৩২ জন সাংসদ  তাদের  হলফনামায়  জানিয়েছেন, তাদের সম্পদের  পরিমাণ-৫০ কোটি টাকারও বেশি৷ মাত্র ২৯ জন সাংসদের সম্পত্তির  পরিমাণ ৫ লক্ষ টাকার কম৷

দেশের সবচেয়ে গরীব  সাংসদ  বিজেপি’র প্রতিনিধি সুমেধানন্দ  সরস্বতী৷ তাঁর  সম্পত্তির  পরিমাণ মাত্র  ৩৪,৩১১ টাকা৷  আর সবচেয়ে ধনী সাংসদ তেলেগু দশম পার্টির জয়দেব গাল্লা৷ তাঁর সম্পত্তির  পরিমাণ ৬৮৩ কোটি টাকা৷