হবে হবে জয়

লেখক
বিভাংশু মাইতি

তরুণ অরুণ তখনও ওঠেনি, সেই বিহানে

অনেকে তখনও বিছানা ছাড়েনি ছিল বিজনে৷

হঠাৎ স্তব্ধ ভৈরবী রাগ, পাখীর কূজন

পথের পথিক দাঁড়ায় থমকে , ছন্দ পতন৷

কী হল, কী হল, কেন বা বেহাল হল মহাকাল

কী বা অঘটন ঘটে গেল সেই অশুভ সকাল৷

নীরবতা ভেঙে শোণা যায় রব ‘‘ধরো আর মারো’’৷

জ্বালাও পোড়াও ছাই করে দাও, নিঃশেষ করো৷

‘‘বাঁচাও বাঁচাও চোর নই মোরা সাধু-সন্ন্যাসী

মানব সেবায় সঁপেছি জীবন শোণো ধরাবাসী৷

কে শোণে কাহারে উল্লাসে ভাসে নর রাক্ষস

কম্যুনিষ্টের পালিত পশু নেশায় বেহোঁশ৷

হিংস্র করাল ভয়াল নখর বিকট দন্ত

নিমেষের মাঝে শেষ করে দিল সতের সন্ত৷

মানবতার যজ্ঞে আহুতি সতেরটি শতদল

মহৎ প্রাণের এত বলিদান হবে আজ নিষ্ফল?

অশুভ শক্তি হবে পরাজিত নাহি সংশয়

বিশ্বে জাগিছে আনন্দমার্গ হবে হবে জয়৷