স্নায়ুরোগ, মস্তিষ্কবিকৃতি, স্মরণ-শক্তি বৃদ্ধি, ও মানসিক রোগ
গুড়ুচি–গুলঞ্চ Tinospora cordifolia Mier:
পরিচয় : যে আয়ুর্বেদীয় ওষুধটির নাম গুড়ুচি তাও মুথা বা কন্দের সাহায্যে চাষ করা হয় । তাই তাকে গুলঞ্চকন্দ বা গুড়ুচিকন্দ বলা হয় । কথ্য বাংলায় গুড়ুচি শব্দের ব্যবহার কম, গুলঞ্চ শব্দের ব্যবহার বেশী । হিন্দীতে গুড়ুচী বা গুরুচি দু’টি শব্দই চলে ।