লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
বাজল বীণা বাজল রে
অরুণ আলো ছড়ায় হাসি
তাইতো হাসি ফুটলো রে৷
বাতাসে আজ রঙের দোলা
করে সবে আত্মভোলা
নৃত্যে তালে মাতে পরাণ
তাইতো সবে হাসলো রে৷
মর্ম মাঝে ধর্মে ধরি
অন্তরেতে জাগেন হরি,
আছে সে যে সদাই ঘেরি,
তাই পরাণ মাতলো রে৷
দুঃখ পরে অপার সুখ
গড়ে নিই অন্তর্লোক,
জ্যোতির পরশ নিয়ে চিতে
জীবন জ্যোতি বাড়লো রে৷
তন্ত্রাচারে গড়ি জীবন
পূর্ণ হ’ল মনস্কাম,
পাষাণ পাথর গ’লে গিয়ে
চিত সাগরে মিশলো রে,
অরুণ আলো ছড়ায় হাসি
তাইতো হাসি ফুটলো রে!
- Log in to post comments