জয়তু নেতাজী

লেখক
কৌশিক খাটুয়া

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে

এক চিরস্মরণীয় কিংবদন্তি,

লক্ষ্য দেশমাতৃকার শৃঙ্খল মোচন

নয় আপোষ, নয়কো সন্ধি৷

তিনশো বছরের পরাধীন জাতি

কে করিবে উদ্ধার,

পরাধীনতাই ভবিতব্য!

জুটে শোষণ বঞ্চনা মার৷

নিস্তেজ জাতিকে নেতাজি দিলেন

নতুন প্রাণের সঞ্চার,

অনৈক্যের মাঝে জাতীয় স্বার্থে

নিলেন দেশের ভার৷

মুক্ত কন্ঠে দেশবাসীর প্রতি

রক্তের আহ্বান,

বিনিময়ে পাও স্বতন্ত্র দেশ

বাড়াও দেশের মান৷

ভারতমাতার দামাল ছেলে

দূর করে দুর্বৃত্ত,

কর্মকাণ্ড কি প্রচণ্ড

আলোড়িত করে চিত্ত৷

আজ দুর্দিন নেতৃত্বহীন

দেশের বেহাল দশা

আজও প্রয়োজন তোমার নেতৃত্ব

জনতার বড় আশা৷