ঝরা ফুল

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

ও ঝরা ফুল, হায় ঝরা ফুল,

স্তব্ধ তোমার দোদুল দুল৷

বৃন্ত হতে তোমার ধূলায় পতন

আকাশ হতে তারা খসার মতন৷

প্রখর রৌদ্র ঝড়-বৃষ্টি

শীতল শিশির পাত---

তবুও রঙিন পাপড়ি মেলে

দুলেছো দিনরাত৷

নয়ন শোভনরূপে তোমার

হালকা মিঠে গন্ধে৷

মন মেতেছে বন হেসেছে

পুলকে আনন্দে৷

মধুপায়ী মৌমাছিরা

তোমায় ঘিরে রোজ হাজিরা,

বুক ভরা সুধা মিটিয়েছো ক্ষুধা

অকৃপণ মধু দানে

মউমাছিদের করেছ তৃপ্ত

বাৎসল্যের টানে৷

স্তন্যদাত্রী নারীর মতন

দেখেছি মাতৃরূপে

হায় ঝরা ফুল, আজ যে তুমি

আবর্জনার স্তূপে৷