কুবের চাকরী পেলেন

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

সংস্কৃতে ‘কোষাধ্যক্ষ’ শব্দের একটি অর্থ হল কুবের৷ পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতাদের কাছে ছিল প্রচুর ধনরত্ন৷ এই ধনরত্ন তাঁরা ৰেশীর ভাগই সংগ্রহ করেছিলেন সমুদ্র মন্থনকালে সমুদ্রের তলদেশ থেকে৷ এছাড়া সংগ্রহ করেছিলেন সুমেরুশিখর (উত্তর মেরু) থেকে মূল্যবান ধাতু ও কুমেরুশিখর (দক্ষিণ মেরু) থেকে মূল্যবান মণি–মাণিক্য প্রস্তরাদি৷ এই বিপুল ধনরত্নের রক্ষণাবেক্ষণ হয়ে দাঁড়াল একটি সমস্যা৷ দেবতারা ছিলেন দারুণ ভোগলিপ্সু ও তৎসহ ক্ষমতালোভী৷ দেবতাদের দ্বারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব ছিল না৷ তবে কি ওই বিপুল পরিমাণ ধনরাশির রক্ষণাবেক্ষণের দায়িত্ব অসুরের হাতে তুলে দেৰেন! না, তাও সম্ভব নয়, কারণ অসুরদের মধ্যে ত্যাগের স্পৃহা ছিল অত্যন্ত কম৷ তাদের ধ্যেয় প্রেয় সৰকিছুই ছিল ধনসংগ্রহ৷ তারা খরচ করতে চাইত না৷ দেবতারা ভাবলে সৰ সম্পদ যদি অসুরদের হাতে তুলে দেওয়া হয় তবে দরকার পড়লে দেবতারা যদি অসুরদের কাছে চিৎহস্ত করে তবে অসুররা কিন্তু উপুড়–হস্ত করৰে না অর্থাৎ চিরকালের জন্যে সৰ সম্পদ অসুরদের কুক্ষিগত হয়ে থাকবে৷ তবে কি এই সৰ ধনরত্ন মানুষদের হাতে তুলে দেবে! না, তাও সম্ভব নয়, কারণ মানুষ অত্যন্ত নির্মম জীৰ৷ তারা বন্য পশুপক্ষী মৃগকুলকে হত্যা করে খায়৷ কিন্তু এখানেই কি শেষ! শুধু কি তাই! তারা তাদের নিরীহ পোষমানা পশুপক্ষীকে কেটে খেয়ে চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়৷ তারা সম্পদ সম্পত্তির জন্য নিরীহ লোককে হত্যা করে৷ তাদের দয়ামায়া ৰলে কোনো জিনিসই নেই৷ তারা মুখে দয়া–মানবিকতার কথা ৰলে কিন্তু কার্যক্ষেত্রে অত্যন্ত নির্দয়৷ তাদের জুলুমে অত্যাচারের কষাঘাতে ৰহু নিরীহ জীব ধরাপৃষ্ঠ থেকে অদৃশ্য হয়েছে, ৰহু শস্যশ্যামল ভূমি মরুভূমিতে রূপান্তরিত হয়েছে, ৰহু শস্যসম্পদ সীজ কণ্টকের রূপ ধারণ করেছে৷ মানুষের মত নিষ্ঠুর জীব আর দ্বিতীয় নেই৷ এরা রাজনীতির নামে মানুষকে হত্যা করে...দেশত্যাগ করতে বাধ্য করে...এরা ধর্মের নামে নারীহরণ করে......নিরীহ প্রাপ্তবয়স্ক পুরুষকে তো বটেই, নিরীহ নারী–ৰৃদ্ধ–শিশুকেও হত্যা করতে পশ্চাদ্পদ হয় না...এরা মুখে হিউম্যানিজম বা মানবতার ৰুলি কপচায়, অথচ প্রতি পদ–বিক্ষেপে মানবতাকে কুঞ্চিকা ৰোধে পদদলিত করে পৈশাচিক আনন্দে উন্মত্ত হয়ে ওঠে৷ এই সেই মানুষ জাত যার কপটাচরণ তথা ভণ্ডামি দেবতা ও অসুর দুইকেই হার মানায়.... দুইকেই ভয়ে শিউরে তোলে৷ তাই মানুষকে যদি দেবতাদের সঞ্চিত বিত্তের রক্ষকের কাজে নিয়োগ করা হয় তাহলে মানুষ ওই সম্পদকে নিজের কুক্ষিগত রাখার জন্যে হয়তো বা দেবতাদের হত্যাও করবে৷ দেবতারা অমৃত খেয়ে অমর হয়েছেন ঠিকই, কিন্তু মানুষের অস্ত্রাঘাতে তাঁদের আহত তো হতে হৰে৷ তাই ধনসম্পদের রক্ষণাবেক্ষণের ভার মানুষের হাতে দেওয়া যায় না৷ অতঃ কিং করণীয়ম্৷

দেবতারা দেখলেন তাঁদের মধ্যে এমন একজন দেবতা রয়েছেন যাঁকে সব দেৰতাই তাঁদের দেবতা ৰলে শ্রদ্ধা করেন, তাঁকে প্রণাম করেন, তাঁকে সৰাই মেনে চলেন৷ তিনি হলেন মহাদেব৷ ‘‘দেবতানাং দেবঃ ইত্যর্থে মহাদেবঃ’’৷ দেবতারা তখন কৈলাসে গিয়ে মহাদেবের দ্বারস্থ হলেন৷ পার্বতী তাদের তড়া* (*যে আউশ তাড়াতাড়ি পাকে রাঢ়ের কোথাও কোথাও বিশেষ করে অজয় অববাহিকায় তাকে তড়া আউশ বলে৷ ‘তড়া’ শব্দটি আসছে ‘ত্বরা’ থেকে৷ এই তড়া আউশ সম্পূর্ণতই নিম্নবিত্তেরা খেয়ে থাকেন৷) আউশ ধানের ভাত ও কলমী শাকের ঝোল পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করে দিলেন৷ অতঃপর পার্বতী দেবতাদের শুধোলেন–‘‘কী উদ্দেশ্যে তোমাদের শুভাগমন ৰলবে কি’’

দেবতারা ৰললেন–‘‘আমরা আমাদের ধনসম্পদ শিবের হিফাজতে রেখে দিতে চাই৷’’ পার্বতী ৰললেন–‘‘শিৰের জিম্মায় রাখা মানেই তো আমার জিম্মায় রাখা৷ আমার সারাদিনে সাতশ’ কাজ৷ ৰারৰার সিন্দুকের চাবি আমি খুলতে লাগাতে পারব না৷ তাছাড়া আঁচলে চাবিগাছাটা ৰেঁধে রাখা সম্ভব নয়৷ জানোই তো আমাকে কাজে ব্যস্ত থাকতে হয় তাই দেখছো তো কোমর ৰেঁধেই শাড়ী পরি...চাবি রাখব কোথায় তাই আমি শিবের পক্ষ থেকে ৰলছি তোমাদের প্রস্তাবে সম্মত নই৷’’ এমন সময় শিৰ ঘরে এলেন৷ দেবতারা নতজানু হয়ে তাঁর চরণ বন্দনা করলেন৷ শিৰ ৰললেন–কী চাস্ রে ব্যাটারা

দেবতারা ৰললেন–‘‘চাইবার তো কিছুই নেই৷ সবই তো দিয়েছেন আর না চাইতেই তো দিয়ে থাকেন৷ তাই চাইছি না কিছুই–একটা অনুরোধ আছে৷’’

শিৰ ৰললেন–‘‘ওসব আটঘাট–ৰাঁধা ভাষা আমি ৰুঝি না৷ আমার সঙ্গে সোজা ৰাংলায় কথা ৰল্৷’’

দেবতারা শিৰের চরণ চুম্বন করে ৰললেন–‘‘আমরা আকাশ থেকে, পাতাল থেকে, সুমেরু থেকে, কুমেরু থেকে সৎভাবে অসৎভাবে প্রচুর ধন সঞ্চয় করেছি..... ইনকাম ট্যাক্স ৰাঁচিয়ে, এক–নম্ৰরী, দু’–নম্ৰরী, তিন–নম্ৰরী খাতায় নানান ধরনের হিসেব লিখে কল্মষ–কলস উপচে ফেলেছি৷ এখন এই বিপুল ধনভাণ্ডার রাখি কোথায়! দেবতাদের কাছে রাখা যায় না কারণ দেবতারা লোভী৷ অসুরদের কাছে রাখা যায় না কারণ অসুররা অতিসঞ্চয়ী৷ মানুষের কাছে রাখা যায় না কারণ মানুষ নির্দয়৷ তাই আপনার শরণাপন্ন হয়েছি৷ তাই প্রভু, আপনি কিছু একটা করুন৷’’

শিৰ ৰললেন–‘‘কেন, অতীতে একটা ঘটনা হয়েছিল৷ জ্যোতির্ময় পরমপুরুষ সকল জীবের জন্যে ‘দ’ শব্দটি উচ্চারণ করেছিলেন৷ তোরা সে কথা কি ভুলে গেছিস!’’

দেবতারা ৰললে–‘‘শুনেছি মনে হয় তৰে এখন ঠিক ঠিক মনে পড়ছে না৷’’

শিৰ ৰললেন–পরমপুরুষ সর্বজীবের জন্যে একটি বাণী দিয়েছিলেন৷ সেটা ছিল ‘দ’৷ দেবতারা এই ‘দ’ শব্দের মানে নিয়েছিল ‘দমন করো’ অর্থে৷ সবাইকে যেন তেন প্রকারেণ দাবিয়ে রাখো৷ অস্ত্রশস্ত্রের সাহায্যে অ্যাটম বম্ব, মেগাটন বম্বের সাহায্যে, ভেটো ন্দ্বব্ধপ্সগ্গ প্রয়োগ করে নিজের তাঁবে রেখে দাও৷ বিশ্বকে কুক্ষিগত করে রেখে দাও ছলে ৰলে কৌশলে, সামে–দানে ভেদে–দণ্ডে দমন করে যাও৷ দমনকেই জীবনের মূলীভূত সত্য ৰলে মনে করো৷ অসুররা ছিল অতিসঞ্চয়ী৷ ওরা ভাবলে পরমপুরুষ ওদের ‘দ’ শব্দ দিয়েছেন দান করা অর্থে৷ সেই থেকে অসুররা সঞ্চয়বৃত্তি ছেড়ে দানবৃত্তি গ্রহণ করেছে৷ আর মানুষরা ‘দ’–এর মানে ধরে নিয়েছিল দয়া করো৷ মানুষ জাতটা ৰড় নির্দয় কিনা!

দেবতারা ৰললে–হে দেবাদিদেব, দেবতা–মানুষ–সুর সৰাই স্বধর্ম্মচ্যুত৷ এই অবস্থায় শুধু আপনিই আমাদের মুস্কিল আসান৷ আমাদের ধনসম্পদ আপনার জিম্মায় রেখে দিতে চাই৷

এমন সময় পার্বতী শিৰকে একটু আড়ালে ডেকে ৰললেন–‘‘ক্ষেপেছ গা! ওই ধনসম্পদ দেখাশোনা করবে কে! ধনসম্পদে আমাদের দরকার নেই৷ আমরা সুদ খাবও না, সুদে খাটাবও না৷ আর সরল সুদকষা, চক্রৰৃদ্ধি হারে সুদকষা কোনো অঙ্কই কষতে পারব না৷ তুমি সোজাসুজি দেবতাদের প্রস্তাব খারিজ করে দাও, নইলে আমি ভীষণ রেগে যাব কিন্তু......৷

তাছাড়া দেখছো তো কর্ত্তা, তুমি কতদিন আমাকে ৰলেছ–পার্বতী, আমি আমার উদ্ভাবিত তাণ্ডব নৃত্য নেচে চলেছি কিন্তু তুমি তোমার নিজস্ব ঘরানার ললিত্য নৃত্য নাচো না কেন মনে পড়ে, আমি প্রতিৰারই তোমাকে ৰলেছি–কর্ত্তা তুমি যখন নাচো তোমার গায়ের ঝাড়া খেয়ে সাপগুলো মাটিতে আছড়ে আছড়ে পড়ে৷ তখন কার্ত্তিকের ময়ূরটা ছুটে যায় সেগুলোকে গিলে খেতে৷ আমি থাকি ৰলেই তো ময়ূরটাকে দড়ি ৰেঁধে আটকে রাখি, আমিও যদি তোমার সঙ্গে ললিত নৃত্য জুড়ে দিতুম তাহলে কী তোমার একটা সাপও থাকত আমার হয়েছে কর্মফের, আমি দু’দণ্ড যে ললিত নৃত্য নাচব, পৃথিবীর দু’–চার জন মানুষকে প্রাণ–ভরে নাচ শেখাব তার জো নেই৷ এই অবস্থায় দেবতাদের ধনসম্পদ নিজের জিম্মায় নিই কী করে! তুমিই ৰলো! তুমি যখন দেবাদিদেব তখন তোমার আক্কেল তো মানুষ, অসুর, দেবতা তিনের চেয়ে অ...নে...ক গুণ ৰেশী৷’’

শিৰ ৰললেন–পার্বতী তুমি যা ৰলছ তা সবই ঠিক কথা... লাখ কথার এক কথা৷ আমি তো কোন ছার, একথা জজেও মানবে৷

শিৰ এসে সেই কথাটাই দেবতাদের বললেন৷ শুনে দেবতারা ৰললেন–‘‘মহারাজ, এই অর্থবিত্তের রক্ষণাবেক্ষণের জন্যে আমরা আপনাকে তিলমাত্র কষ্ট দোৰ না, মাতা পার্বতীকে তো দোৰই না৷ সম্পদ আপনার নামে থাকুক৷ আপনার পাণিমুদ্রা (হাতের ছাপ) বাদে কেউ একটা কানাকড়িও এদিক ওদিক করতে পারৰে না৷ আর আপনার নামে সমস্ত রক্ষণাবেক্ষণ তথা দেখাশোনা করে যাৰেন আপনারই একজন সহকারী৷ আমরাই দেবতাদের মধ্যে থেকে একজন অনুগত সহকারী দিচ্ছি৷’’ পার্বতী ৰললেন–‘‘ওগো শুনছ, দেবতাদের মুখের চাউনি দেখে আমার মনটা যেন কেমন করছে৷ ছেলেগুলো যেন চিন্তাভাবনায় ভেঙ্গে পড়েছে৷ ওরা আমাদেরই তো ছেলে! যখন তোমার এজন্যে ৰাড়তি খাটনি হৰে না তখন এদের প্রস্তাবে রাজী হয়েই যাও৷ আমিও যতটুকু পারি সামলে দোৰ৷’’ দেবতারা তখন তাঁদের মধ্যে থেকে একজন নিয়ম–মানা ঐকান্তিকতা তথা আন্তরিকতাপূর্ণ দেবতাকে শিবের সহকারী রূপে দিলেন৷ সেই অতীত যুগ থেকে আজ পর্যন্ত বিশ্বের সমস্ত ধনসম্পদ রাখা আছে কৈলাসশিখরের কাছাকাছি কোনো একটি জায়গায়, যে জায়গাটি দেবলোক–মর্ত্ত্যলোক দুইকেই ছুঁই–ছুঁই করছে৷ সেই শিবানুগত দেবতারই নাম কুবের৷ তাহলে তোমরা ৰুঝলে ‘কোষাধ্যক্ষ’ শব্দের আরেকটি অর্থ হ’ল ধনসম্পদের দেবতা কুবের৷