নেবুর রস ও মধু
ঠাণ্ডা লাগলে বা সর্দিতে গরম জলের সাথে নেবুর রস ও মধু মিশিয়ে খেলে অসুস্থতা দূর হয়ে যায়৷ গল্ ব্লাডারে ও লিভারের ব্যাধি দূর করতেও মধু যথেষ্ট সাহায্য করে৷ নেবুর রস, মধু আর অলিব ওয়েল মিশিয়ে পরিমিত পরিমাণে গ্রহণ করলে লিভার ও গল্ ব্লাডারের ব্যাধি দূর হয়ে যায়৷
কলার বিচি ও মধু
রক্ত আমাশয় দূর করতে কলার বীচি ও মধু ভাল ওষুধ রূপে কাজ করে৷ কলার বীচিতে রয়েছে প্রোটিন, টানিন, তৈলাক্ত পদার্থ ইত্যাদি৷ ব্রঙ্কাইটিস্, টি. বি. আর প্লাবিসি ব্যাধিতেও কলার পাতার রস, জল আর মধু মিশিয়ে খেলে ঙ্ম৬ গ্রাম কলা পাতার রস, ২০০ গ্রাম জল আর ৩০ গ্রাম মধুৰ ব্যাধিগুলি দূর করতে সাহায্য করে৷
রাত্রে শোবার আগে এক চামচ মধু জলের সাথে মিশিয়ে খেলে রক্তে অতিরিক্ত ফসফরাসের মাত্রা কমিয়ে দেয় আর শরীরের বেদনা দূর করে৷
মূলার রস ও মধু
১০০ গ্রাম পরিমাণ মূলার রস ও দু’চামচ মধু নিয়মিত কিছু দিন গ্রহণ করলে মূত্রাশয়ের পাথুরে ব্যাধি দূর হয়ে যায়, লিভারের তলানি জমে থাকলে তা পরিষ্কার করে বার করে দেয়৷ তবে মূলার রস ও মধু ওষুধ হিসাবে গ্রহণের পূর্বে ৩/৪ ঘন্টা মিশিয়ে এক সাথে ভিজিয়ে রেখে তবে সেটা গ্রহণ করতে হবে৷ সর্দি ও কাফ দূর করতেও এ ধরণের ওষুধ বিশেষ ভাবে সাহায্য করে৷ মধু পান করলে স্পুটাম হর্মোন ক্ষরণ হয় আর শরীরকে সতেজ করে তোলে৷
- Log in to post comments