লেখক
শিবরাম চক্রবত্তী
বাঙলার সম্পদ সত্যজিৎ রায়
‘অস্কার’ পুরস্কার পান,
‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ গল্প
বিভূতিভূষণের দান৷
অমর্ত্য সেন বাঙলার রত্ন
অর্থনীতিতেই,
‘নোবেল’ প্রাইজ পেয়েছিলেন
যোগ্যতায় জিতেই৷
বঙ্গের ভূষণ (বিজ্ঞানী) জগদীশ বসু
গাছের যে প্রাণ আছে,
(প্রথম) গবেষণায় প্রমাণ করে
বলেন সবার কাছে৷
বঙ্গবন্ধু শেখ মুজিবর
বাংলা ভাষা রক্ষায়,
জয় বাঙলা ধ্বনি তুলে
‘বাঙলাদেশ’ গড়ে নেয়৷
নৃত্যে–গীতে–সুরে–বাদ্য্
জগৎজোড়া খ্যাতি,
বহু বাঙালী আনলে দেশে
(মোরা) খুব আনন্দে মাতি৷
- Log in to post comments