লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
বিষাক্ত কন্টক-পথে পণ করে’ প্রাণ
শুরু হলো আমাদের নব অভিযান৷
মান নেই, খ্যাতি নেই, নেই সমর্থন---
আছে জ্বালা,
আছে ব্যঙ্গ---সহস্র বন্ধন৷
শুভ কাজে যত শুনি তিক্ত অপবাদ
অট্ট হেসে তত পাই
রোমাঞ্চের স্বাদ!
ড্রাগনেরা ঘিরে আছে প্রগতির পথ
সংগ্রামে প্রস্তুত আছি--- নিলাম শপথ
জীবন সংকটে কভু হটবো না পিছে,
পেয়েছি অভ্রান্ত পথ মৃত্যুভয় মিছে!
মাঝ পথে যদি নামে দুর্র্যেগের রাতি,
যদি ওঠে ক্ষুব্ধ ঝঞ্ঝা নাহি রয় সাথী
আমাদের অভিযান থামবে না তবু---
তিলে তিলে দেবো প্রাণ
দমবো না কভু৷৷
- Log in to post comments