লেখক
ঋষিতা দে
তোমার ছোঁয়ায় প্রভাত-সূচনা
গেয়ে ওঠে গান পাখী
মনের হরষে শাখায় শাখায়
শুরু করে ডাকাডাকি৷
তোমার ছোঁয়ায় নিশা অবসান
ঘুচে যায় সব কালো৷
দিক্-দিগন্তে জেগে ওঠে ওই
প্রভাত রবির আলো৷
তোমার ছোঁয়ায় মনেরও হরষে
ফুল দল সব হাসে
কীট-পতঙ্গ-পশুপক্ষীরা সবে
একে অপরকে ভালবাসে৷
ঘাসের ওপর শিশির বিন্দু
মিষ্টিমধুর হাওয়া
প্রভাত রঙ্গে প্রভাতরঞ্জন
তোমাকেই কাছে পাওয়া৷
- Log in to post comments